বিশ্বভারতীর অধ্যাপককে ফের পাঠানো হল নোটিশ

সবাই উদগ্রীব ছিলেন উপাচার্য এলে কী হয় তা নিয়ে। কিছুটা উত্তেজনাও ছিল। অধ্যাপকদের প্রতিবাদ মিছিল হয়েছে। মিছিল শেষ হয় রতনপল্লীতে।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীর কর্তৃপক্ষ তার দমনপীড়ন নীতি চালিয়েই যাচ্ছে। পড়ুয়াদের পাশাপাশি তাদের লক্ষ্য পড়ুয়াদের আন্দোলনে সমর্থন জানানো অধ্যাপকেরাও। তারই জেরে অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে ফের কারণ দর্শানোর নোটিশ পাঠাল কর্তৃপক্ষ। সেই চিঠিতে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, ২০ মে তিনি একটি অডিও মেসেজে উপাচার্যের বিরুদ্ধে যা বলেছেন, তার সাপেক্ষে প্রমাণ দিতে হবে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না?

আরও পড়ুন-সুষ্ঠু পরিষেবায় কেন্দ্রের অসহযোগ ইএসআই হাসপাতাল

এ ব্যাপারে অভিযুক্ত অধ্যাপক মুখ খুলতে চাননি। এদিন রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশত জন্মবর্ষ পূর্তিতে সন্ধে ছটায় শান্তিনিকেতনের কাচ মন্দির উপাসনালয়ে বিশ্বভারতীর বিশেষ মন্দিরের ব্যবস্থা হয়েছিল। মন্দির শেষে উপাচার্যের ভাষণ নির্দিষ্ট ছিল। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আসেননি। ফলে তাঁর ভাষণ ছাড়াই মন্দির সমাপ্তি ঘোষিত হল। বিশেষ মন্দিরের সময়েই অধ্যাপকদের মিছিল বের হয়। উপাচার্য এলে তাঁকে ঘেরাও করা হতে পারে, এমন একটা খবর রটেছিল। সবাই উদগ্রীব ছিলেন উপাচার্য এলে কী হয় তা নিয়ে। কিছুটা উত্তেজনাও ছিল। অধ্যাপকদের প্রতিবাদ মিছিল হয়েছে। মিছিল শেষ হয় রতনপল্লীতে।

Latest article