সেন্ট লুইস, ২০ অগাস্ট : চার বছর পর ফের মগজাস্ত্রের লড়াইয়ে মুখোমুখি দুই সতরঞ্চ কি খিলাড়ি! বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand) ও গ্যারি কাসপারভ। বিশ্ব দাবার দুই কিংবদন্তি এবার মুখোমুখি হবেন আমেরিকার সেন্ট লুইসে, ক্লাচ দাবা প্রদর্শনী টুর্নামেন্ট। যা হবে চলতি বছরের অক্টোবরে। শুধু আনন্দ ও কাসপারভই নন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ও বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনও এই প্রদর্শনী দাবায় একে অন্যের বিরুদ্ধে লড়বেন।
প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ (Viswanathan Anand) ও কাসপারভ শেষবার একে অন্যের বিরুদ্ধে খেলেছিলেন ২০২১ সালে। ক্রোয়েশিয়া র্যা পিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টে। জাগ্রেবে আয়োজিত ওই ম্যাচে কাসপারভকে টেক্কা দিয়েছিলেন আনন্দ। সব টুর্নামেন্ট মিলিয়ে নিজেদের কেরিয়ারে আনন্দ ও কাসপারভ মোট ৮২ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ৩০টি ম্যাচ অমীমাংসিত। বাকিগুলোর মধ্যে অধিকাংশই জিতেছেন কাসপারভ।
আরও পড়ুন-অভিষেকেই বাজিমাত কিবুদের, মশাল নিভিয়ে ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার
আয়োজক সেন্ট লুইস চেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। সেখানে লেজেন্ডস বিভাগে দুই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ ও কাসপারভ একে অন্যের বিরুদ্ধে ১২টি রাউন্ড খেলবেন। এরপর শুরু হবে বর্তমান তারকাদের নিয়ে ইভেন্ট। যাতে কার্লসেন, গুকেশ-সব বিশ্বের নামী দাবাড়ুরা অংশগ্রহণ করবেন।