প্রতিবেদন : ২৪ অগাস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। কিন্তু এবার ইউক্রেনবাসীর কাছে স্বাধীনতা দিবসের আনন্দ এবার একেবারেই ম্লান। গত ছয় মাস ধরে চলা রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। এরই মধ্যে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Russia- Volodymyr Zelenskyy) দেশবাসীকে এক সতর্কবার্তায় বলেছেন, স্বাধীনতা দিবস উদযাপনের সময়ে প্রাণঘাতী হামলা চালাতে পারে রাশিয়া। শনিবারই দক্ষিণ ইউক্রেন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত ১২ জন গুরুতর জখম হয়েছেন।
দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি (Russia- Volodymyr Zelenskyy) বলেছেন, আমাদের গণতন্ত্রে আঘাত করার জন্য সাংঘাতিক হামলার পরিকল্পনা করছে রাশিয়া। চলতি সপ্তাহেই মস্কো খারাপ কিছু করতে পারে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই হামলার পরিকল্পনা। উল্লেখ্য, ২৪ অগাস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিনই ইউক্রেনের উপরে রুশ হামলার ছয় মাস পূর্ণ হবে।
আরও পড়ুন: আফগানিস্তানে অপহৃত মার্কিন সাংবাদিক ও আফগান প্রযোজক
একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, ইউক্রেন সীমান্তে রাশিয়া নতুন করে মিসাইল মোতায়েন করছে। রাশিয়া-ইউক্রেন সীমান্তেও বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে মস্কো। বড়সড় হামলা চালানোর জন্যই রাশিয়া প্রস্তুতি চালাচ্ছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে খারকিভে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। রুশ সেনার মিসাইলে প্রাণহানি এড়াতেই এই সিদ্ধান্ত। সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রুশ সেনা। জাপোরজিয়া পরমাণু কেন্দ্রের কাছে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে তারা। জেলেনস্কি বলেছেন, ২০১৪ সালে একইভাবে ক্রাইমিয়াতে আক্রমণ চালিয়ে ইউক্রেনের ওই অংশটি দখল করেছিল রাশিয়া। সাম্প্রতি রুশ সেনা ২০১৪ সালের মতোই গোলাবর্ষণ শুরু করেছে। একই সঙ্গে দেশবাসীকে তিনি ভয় না পাওয়ার কথা বলেছেন। জেলেনস্কির দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে ইউক্রেন।