বাধ্য হয়ে আদালত অবমাননার মামলা প্রত্যাহারে স্বেচ্ছাসেবী সংস্থা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত ব্যর্থ

আইন অনুযায়ী কোনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে গেলে আগে দেশের অ্যাটর্নি জেনারেলের অনুমতির প্রয়োজন৷

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়ল বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা৷ স্কুল সার্ভিস কমিশনের মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী আদালত অবমাননামূলক মন্তব্য করেছেন— এই অভিযোগ নিয়ে তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘আত্মদীপ’৷ আইন অনুযায়ী কোনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে গেলে আগে দেশের অ্যাটর্নি জেনারেলের অনুমতির প্রয়োজন৷ এই মামলায় আত্মদীপের আবেদনে কোনও সাড়া দেননি অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি৷ শেষে বাধ্য হয়েই বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলা প্রত্যাহার করার আর্জি জানান৷ প্রধান বিচারপতি তাঁকে মামলা প্রত্যাহার করার অনুমতি দেন৷

আরও পড়ুন-মোদিরাজ্যে গণ-ইস্তফা মন্ত্রীদের

উল্লেখ্য, এর আগে যখন মামলাটি দায়ের করে তার মেনশনিং করা হয়েছিল সেই সময়েই মামলার বিষয়বস্তু নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি বি আর গাভাই— আদালতকে রাজনীতির জায়গা বানাবেন না৷ রাজনীতির লড়াই অন্যত্র করুন, মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবীকে বলেছিলেন প্রধান বিচারপতি নিজেই৷ তার পরেও এই মামলা প্রত্যাহার না করে চক্রান্ত বহাল রাখা হয়েছিল৷ শেষে অ্যাটর্নি জেনারেলের কাছে প্রত্যাখ্যাত হয়েই বৃহস্পতিবার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এই সংস্থা৷

Latest article