প্রতিবেদন: একদিকে যখন মোহনবাগান ফুটবলারদের দ্বিমুকুট জয়ের প্রস্তুতি চলছে জোরকদমে, তখন ক্লাবে নির্বাচনী প্রক্রিয়াও ক্রমশ গতি পাচ্ছে। মোহনবাগান ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৩ মার্চ। তার তিনদিন আগেই বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটি নির্বাচনের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে তুলে দিল অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ডের হাতে। ভোটের দিনক্ষণ চূড়ান্ত করার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের কমিটি। চেয়ারম্যান ছাড়া নির্বাচনী বোর্ডের বাকি সদস্যদের নাম আগে ঘোষণা হয়নি। এদিন তাঁদের নামও জানিয়ে দিল ক্লাব।
প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ডের বাকি সদস্যরা হলেন কলকাতা হাইকোর্টের তিন আইনজীবী সৌভিক মিত্তর, অভিষেক সিনহা এবং বিশ্বব্রত বসু মল্লিক। এছাড়াও বোর্ডে রয়েছেন অনুপকুমার কুণ্ডু। কার্যকরী কমিটির বৈঠকের পর ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘বোর্ডের পাঁচজনই মোহনবাগান ক্লাবের সদস্য। তাঁদের হাতে আমরা ক্লাব সদস্যদের নির্বাচন সংক্রান্ত মতামত এবং পরামর্শ তুলে দিচ্ছি। এরপর নির্বাচন কবে, কীভাবে হবে, কী পদ্ধতিতে হবে, তা বোর্ডই ঠিক করবে। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেবে তারা। আমাদের আর কোনও দায়িত্ব নেই।’’
আরও পড়ুন-ইডেন থেকে ম্যাচ সরল গুয়াহাটিতে
ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ বলেন, ‘‘আগের বৈঠকেই কার্যকরী কমিটি ঘোষণা করেছিল, কারও কোনও বক্তব্য বা অভিযোগ থাকবে না যে, মেয়াদ শেষেও বতর্মান কমিটি ক্ষমতায় থাকার চেষ্টা করছে। আমরাও সদস্যদের কথা দিয়েছিলাম, মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত একটি দিনও বর্তমান কমিটি ক্ষমতায় থাকবে না। সেই মতোই আজকের বৈঠকে নির্বাচনী বোর্ড পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন কমিটি নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত স্বাধীনভাবেই নেবে।’’
এদিনও ক্লাবে এসেছিলেন বিরোধী শিবিরের প্রধান মুখ প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। তিনি বলেন, ‘‘বিচারপতির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। একটা নিরপেক্ষ কমিটিই হয়েছে। মোহনবাগান নির্বাচন নিয়ে আগেও কেউ আঙুল তুলতে পারেনি। এবারও পারবে না।’’