জাতীয়

সুরাটের মডেলে ইন্দোরেও ভোটচুরি গেরুয়া শিবিরের

প্রতিবেদন: সুরাট মডেলেই এবারে ইন্দোরে ভোটচুরি করল বিজেপি। প্রলোভন এবং ভয়ের ফাঁদ পেতে মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা আসনটিও দখল করে নিতে চলেছে গেরুয়া দল। রহস্যজনকভাবে এই আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন কংগ্রেস প্রার্থী অক্ষয় বাম। শুধু নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোই নয়, বিজেপি শিবিরের সঙ্গে তাঁর দৃষ্টিকটু মাখামাখি বুঝিয়ে দিচ্ছে গেরুয়া শিবিরের দিকেই পা বাড়িয়েছেন এই নীতিজ্ঞানহীন কংগ্রেস নেতা। অভিযোগ উঠেছে, বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা অপহরণ করে অক্ষয় বামকে। নেপথ্যে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। অক্ষয়কে দলে স্বাগত জানিয়েছেন এই গেরুয়া নেতা। গণতন্ত্রের এই অবমাননার বিরুদ্ধে তীব্র ধিক্কার উঠেছে রাজ্য এবং দেশজুড়ে। লক্ষণীয়, মাত্র কয়েকদিন আগেই একইভাবে মোদিরাজ্যের সুরাট আসনটি বেদখল করে বিজেপি। লোভ আর ভয় দেখিয়ে। সেখানে অবশ্য একটা অদ্ভুত অজুহাতের আড়াল তৈরি করা হয়েছিল। টেকনিক্যাল কারণ দেখিয়ে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। আর তার পরেপরেই নির্দল-সহ আরও ৮ প্রার্থী রহস্যজনকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। অরুণাচলে প্রায় ৬টি বিধানসভা কেন্দ্রও একইভাবে প্রতিদ্বন্দ্বীশূন্য করে দিয়েছিল বিজেপি।

আরও পড়ুন-ট্রুডোর সামনেই খালিস্তানি স্লোগান

এবারের লোকসভা নির্বাচনে সুরাটের পর এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কংগ্রেসের কোনও প্রার্থীই থাকছে না৷ তবে সুরাটে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৷ আর ইন্দোরের অক্ষয় বাম নিজেই সরে দাঁড়ালেন৷ শুধু নির্বাচনী ময়দান থেকে সরে যাওয়াই নয়, তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন বলে খবর৷ মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় তিনি মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলার সঙ্গে এসেছিলেন৷ সেই থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়৷ আর সেই জল্পনা সত্যি হলে, তা লোকসভা নির্বাচনের মধ্যে কংগ্রেসের পক্ষে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা৷ সোমবার সকালে ইন্দোরে জেলা নির্বাচন অফিসে যান অক্ষয় বাম৷ সেখানে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন৷ তাঁর এই সিদ্ধান্তের জেরে রাজনৈতিক সংকটে পড়েছে কংগ্রেস ৷ কারণ, ওই আসনে মনোনয়নপত্র পেশ করার সময় পেরিয়ে গিয়েছে৷ এদিনই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন৷ শেষ মুহূর্তে অক্ষয় বাম সরে দাঁড়ানোয় আর প্রার্থী দেওয়ার সুযোগ নেই কংগ্রেসের কাছে৷

আরও পড়ুন-যোগীরাজ্যে ফের মধ্যযুগীয় বর্বরতা নাবালিকার উপর, বিয়েতে রাজি না হওয়ায় ধর্ষণ, মুখে গরম লোহায় নাম খোদাই

সবচেয়ে আশ্চর্যের বিষয়, মনোনয়ন পেশের পর অক্ষয় বাম বিজেপির বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছিলেন৷ বিজেপি তাঁর মনোনয়নপত্র বাতিল করার চক্রান্ত করছে বলে অভিযোগ উঠেছিল৷ তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়৷ সেই অভিযোগের বিরুদ্ধে অক্ষয় আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন। এই অক্ষয়ই এভাবে বিজেপির সঙ্গে গলাগলি করে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোয় তাঁর বিশ্বাসযোগ্যতাই প্রশ্নচিহ্নের মুখে।
ইন্দোর আসনটি ১৯৮৯ সাল থেকে বিজেপির দখলে রয়েছে৷ ২০১৪ পর্যন্ত সেখানে জিতেছেন সুমিত্রা মহাজন৷ ২০১৯এর নির্বাচনে ওই আসন থেকে জয়ী হন শংকর লালওয়ানি৷ তিনি এবারও প্রার্থী৷ তাঁর বিরুদ্ধে একাধিক নির্দল ও বিএসপি-সহ বেশ কয়েক ছোট দল প্রতিপক্ষ হিসেবে থাকলেও মূল লড়াই ছিল কংগ্রেসের বিরুদ্ধে ৷ কংগ্রেস প্রার্থীই ময়দান থেকে সরে যাওয়ায় তাঁর জয়ের পথ সুগম হল। কিন্তু চরম অবমাননা হল গণতন্ত্রের। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হল মানুষকে। নখ-দাঁত বেরিয়ে পড়ল গেরুয়া শিবিরের।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

45 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago