প্রতিবেদন : পরিযায়ী শ্রমিকদের জন্য ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় স্বস্তি মিলল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হলে আর নিজ রাজ্যে ফিরে এসে নাম তুলতে হবে না পরিযায়ী শ্রমিকদের। নিজেদের কর্মস্থল থেকেই অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা।
আরও পড়ুন-ফের দুর্যোগ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা
নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়া চালু হলে ভিন্ন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অনলাইনে এনুমেরেশন ফর্ম পূরণ করতে পারবেন বা জমা দিতে পারবেন। এর জন্য সেই রাজ্যগুলিতেই স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। রাজ্য সিইও দফতর জানিয়েছে, প্রথমবারের মতো এই বিশেষ অনলাইন ব্যবস্থাপনা চালু করতে চলেছে নির্বাচন কমিশন। পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে রবিবারও খোলা থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

