ব্যুরো রিপোর্ট : বীরভূম ও বাঁকুড়া দুই জেলায় পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে জমজমাট প্রচার করলেন দলের সাংসদ শতাব্দী রায়। বাঁকুড়ায় দলীয় কর্মী ও প্রার্থীদের নিয়ে তাঁর রোড শো আলোড়ন ফেলে দেয়। সাধারণ মানুষ নেত্রী তথা অভিনেত্রীকে সামনে পেয়ে উচ্ছ্বসিত। শতাব্দী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন করেছেন, তার নিরিখে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন ও তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করুন। সোমবার সকালে হিন্দু হাইস্কুল ময়দান থেকে কর্মী-সমর্থকদের নিয়ে শতাব্দীর মহামিছিল লালবাজার, রানিগঞ্জ মোড়, চকবাজার, মাচানতলা, কলেজ মোড়, নতুনচটি হয়ে পাঁচবাগা পর্যন্ত যায়। শতাব্দী কোনও সভা অবশ্য করেননি।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরায় ভাষা দিবস পালন
বীরভূম জেলার সিউড়ি পুরসভার ২ ও ১৯ নং ওয়ার্ডে প্রচার সারলেন স্থানীয় সাংসদ শতাব্দী। এই দুই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ মণ্ডল ও প্রিয়াঙ্কা রায়। দুজনেই প্রথমবার লড়ছেন। সাংসদকে প্রচারে পাশে পেয়ে স্বভাবতই ওঁরা খুশি। সোমবার দুটি ওয়ার্ডেই জনসভায় অংশ নেন শতাব্দী। কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করে জানান, সিউড়ি হাটজনবাজরে কেন্দ্রের প্রস্তাবিত উড়ালপুলের কাজ মাঝপথে বন্ধ করে দেয় রেল। নিত্যদিন মানুষের ভোগান্তি হচ্ছে।
আরও পড়ুন-এত সুর আর এত গান রেখে চলে গেলেন অভিজিৎ
সংসদে দীর্ঘদিন ধরে সোচ্চার হবার পর অবশেষে রেল বাধ্য হয়েছে পুনরায় কাজ শুরু করতে। দুবরাজপুর শহর দিয়ে যাওয়া ১৪ নম্বর জাতীয় সড়কে যানজট কমাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বিকল্প রাস্তার দাবি জানিয়ে আসছিলাম সংসদে। তিনদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, লড়াই করে নিজেদের দাবি কীভাবে ছিনিয়ে আনতে হয়। উন্নয়নের খতিয়ান তুলে ধরে সকলের কাছে পুর নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানান।