নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠকে সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাস।
প্রতিবেদন : রাতের অন্ধকারে যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় সে ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আশঙ্কা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। অনেক রাজ্যে এমন হচ্ছে বলে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়েছে তারা। বুধবার সর্বদলীয় বৈঠক সেরে বেরিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Aroop Biswas)। তার আগে বৈঠকে বিজেপির তরফ থেকে মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয় নির্বাচন কমিশনকে। তারপরই সন্দেহ প্রকাশ করে তৃণমূল। এদিন সব রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। সংশোধিত ভোটার তালিকা আলোচনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস (Minister Aroop Biswas) বলেন, ‘যাঁরা যোগ্য, তাঁদের নাম ভোটার লিস্টে তুলতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। রাতের অন্ধকারে চক্রান্ত করে কারও নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে।’ ভোটার তালিকার খসড়া প্রকাশ নিয়ে সর্বদলীয় বৈঠকের পরই সরব হন তিনি। এর দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে বলেও দাবি করেন।
আরও পড়ুন-সুপ্রিম তত্ত্বাবধানেই তদন্ত চাই
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…