১৮ লক্ষ বেড়ে রাজ্যের ভোটার সাড়ে ৭ কোটি

Must read

প্রতিবেদন : প্রকাশিত হল ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা। চূড়ান্ত তালিকায় রাজ্যের (Voters of West Bengal) মোট ভোটার সংখ্যা বেড়ে হল ৭ কোটি ৫২ লক্ষ ০৮ হাজার ৩৭৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭ জন। মহিলা ভোটারের সংখ্যা হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১,৭৯৯ জন। এবছর ১৭ লক্ষ ৮১ হাজার ৭৭৫ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। বাদ গিয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৭৫৩ জনের। ভোটার তালিকায় নাম থাকার ক্ষেত্রে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা ৯৬৭ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও আগামী পয়লা এপ্রিল, পয়লা জুলাই ও পয়লা অক্টোবর ১৮ বছরে যাঁরা পদার্পণ করবেন তাঁদের নাম তালিকায় তোলার কাজ চলবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ভোটারের শতাংশ হিসেবে ১.২৪% ভোটার বেড়েছে এই রাজ্যে। যার মধ্যে ১৮ বছর থেকে ১৯ বছরের ভোটারের (Voters of West Bengal) সংখ্যা হল ২.২০% এই রাজ্যে। এছাড়া সার্ভিস ভোটারের সংখ্যা হয়েছে ১,১৪,৭৯৭ জন।
প্রসঙ্গত, গত বছর ভোটার তালিকায় নাম তোলা এবং ভোটার কার্ড (এপিক) সংশোধনে নতুন নিয়ম করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী দেশজুড়ে বছরে ৪ বার নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০২৩ সাল থেকে ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল কমিশন। পূর্বের সেই ঘোষণামতো বৃহস্পতিবার ১ জানুয়ারির নতুন ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন- শিলিগুড়ির উন্নয়নের সহায়তায় ব্রিটিশ হাইকমিশন

Latest article