সংবাদদাতা, মালদহ : ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও ধোঁয়াশা তৈরি হয়েছে তা কাটাতে সরেজমিনে মালদহে সক্রিয় তৎপরতা চালালেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam)। এদিন তিনি উত্তর মালদহের একাধিক বিধানসভা এলাকার ‘বাংলার ভোট রক্ষা শিবির’ এবং ওয়ার রুম পরিদর্শন করেন। হরিশ্চন্দ্রপুর, চাঁচল,রতুয়া, মালতিপুর, গাজোল ও হবিবপুরের বিভিন্ন শিবির ঘুরে দেখেন সাংসদ। পরিদর্শনের সঙ্গে সঙ্গে বিইআরএস ও পিইআরএসদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডাঃ মোয়াজ্জেম হোসেন-সহ অন্যান্য নেতা ও কর্মীরা। বৈঠকে সংশোধন প্রক্রিয়ায় কোনও খামতি থাকলে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেন সামিরুল ইসলাম (Samirul Islam)। বিশেষভাবে এসআইআর ফর্ম শতভাগ পূরণের ওপর জোর দিয়ে তিনি বলেন,দায়িত্বে কোনো ফাঁক চলবে না,একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়ে সেটাই আমাদের লক্ষ্য। এই পরিদর্শনে শিবিরে কর্মরতদের মনোবল আরও চাঙ্গা হয়েছে বলে জানান স্থানীয় কর্মীরা।

