সংবাদদাতা, পুরুলিয়া : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বিজেপির পাল্টা সভা করলেন তৃণমূল মুখপাত্র সমীর চক্রবর্তী। পুরুলিয়া পাড়া বিধানসভার মৌতড় ফুটবল ময়দানে ১০ জানুয়ারি বিজেপির সভা করে গিয়েছিলেন গদ্দার অধিকারী। সেই একই ময়দানে, তারই পাল্টা সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র সমীর চক্রবর্তী। সমীর প্রধানমন্ত্রীর ট্রেন উদ্বোধনকে কটাক্ষ করে বলেন, রাজ্যে ভোট আসছে বলেই সাড়ে ১১ বছর পর বাংলাকে মনে পড়েছে মোদির। ট্রেন উদ্বোধন ছাড়া প্রধানমন্ত্রী বাংলার জন্য কোনও কাজ করেননি। রেলে চাকরি না দিয়ে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর।
আরও পড়ুন-শ্রদ্ধায় নেতাই দিবস পালন
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকার সময় রাজ্যে একাধিক ট্রেন পরিষেবা চালুর কথা তুলে ধরেন।
নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, পরিকল্পিতভাবে পিছনের দরজা দিয়ে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তুলে বলেন, বাংলার মানুষ এই বঞ্চনার জবাব ভোটেই দেবে। এই সভা থেকেই কংগ্রেসে ভাঙন ধরে। কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ও প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সদস্য বলরাম মাহাতো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সমীর চক্রবর্তী ও দলীয় নেতৃত্ব তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। ছিলেন জেলা পরিষদ সহ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, জেলা সভাপতি রাজীবলোচন সরেন, গৌরব সিং প্রমুখ।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…