আজ রাজ্যে ফের ৬৯৬ বুথে ভোট

বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে সব থেকে বেশি ১৭৫টি বুথে পুনর্নিবাচন।

Must read

প্রতিবেদন : কাল, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা। তার আগে আজ সোমবার রাজ্যের বেশ কিছু বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে সব থেকে বেশি ১৭৫টি বুথে পুনর্নিবাচন। এরপরেই রয়েছে মালদহে ১০৯টি বুথ। নদিয়া ও কোচবিহারে ভোট হবে যথাক্রমে ৮৯ ও ৫৩টি বুথে।

আরও পড়ুন-কলকাতা থেকে জেলায় একুশের প্রচার জোরকদমে

দক্ষিণে ঝাড়গ্রাম এবং উত্তরে কালিম্পং ও দার্জিলিং জেলায় কোনও ভোট হচ্ছে না। অর্থাৎ এই তিন জেলায় শান্তিপূর্ণভাবেই ভোটপর্ব শেষ হয়েছে। ফলে ১৯টি জেলায় পুনর্নির্বাচন হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনার একাধিক বুথে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন-রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেবে আমেরিকা

২০১৮ সালে পুনর্নির্বাচন হয়েছিল ৫৭৪টি বুথে। এবার মোট ক’টি বুথে ফের ভোট, তা চূড়ান্ত তালিকা না আসা পর্যন্ত স্পষ্ট নয়। তবে যা হিসাব প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে, তাতে ৬০৪টি বুথে পুনর্নির্বাচন হওয়ার কথা। এখনও কোচবিহার ও উত্তর দিনাজপুরের তালিকা সামনে আসেনি। এই জেলাতেই ভোটের হিংসার বলি হয়েছেন একাধিক জন। সূত্রের খবর, বেশিরভাগ ব্যালট নষ্ট ও বিভিন্ন কারণে পুনর্নির্বাচন। আবারও ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। পুনর্নির্বাচনের নিরাপত্তা রক্ষায় প্রতিটি বুথে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

আরও পড়ুন-রাজ্যসভার ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস

নির্বাচন কমিশন থেকে পাওয়া তালিকা অনুযায়ী পুনর্নির্বাচন হতে চলেছে— পুরুলিয়া ৪, নদিয়া ৮৯, মুর্শিদাবাদ ১৭৫, পশ্চিম মেদিনীপুর ১০, বীরভূম ১৪, জলপাইগুড়ি ১৪, উত্তর ২৪ পরগনা ৪৬, আলিপুরদুয়ার ১, হাওড়া ৮, দক্ষিণ ২৪ পরগণা ৩৬, পূর্ব মেদিনীপুর ৩১, কোচবিহার ৫৩, উত্তর দিনাজপুর ৪২, দক্ষিণ দিনাজপুর ১৮, মালদহ ১১০, পূর্ব-বর্ধমান ৩, পশ্চিম বর্ধমান ৬, বাঁকুড়া ৮ ও হুগলিতে ২৯টি বুথে। এই সব বুথে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

Latest article