নয়াদিল্লি : রবিবার একদিকে সপা প্রধান অখিলেশ যাদবের ভাগ্যপরীক্ষা, অন্যদিকে সীমান্ত রাজ্য পাঞ্জাবের ক্ষমতা কার দখলে থাকবে সেই সিদ্ধান্ত হওয়ার দিন। এদিন উত্তরপ্রদেশে (Uttarpradesh) তৃতীয় দফা নির্বাচনে ৬০.১ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে পাঞ্জাবে একদফার নির্বাচনে ভোট পড়েছে ৬৪.৩ শতাংশ। খুচরো কিছু অশান্তি ছাড়া ভোটপর্ব নির্বিঘ্নেই মেটে। পাঞ্জাব ভোটে নজরকাড়া প্রার্থীদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোত সিং সিধু, আম আদমি পার্টির ভগবন্ত মান, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, শিরোমণি আকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল ও সভাপতি সুখবীর সিং বাদল৷ উত্তরপ্রদেশে (Uttarpradesh) সাত দফা নির্বাচনের তৃতীয় দফায় মোট ৬২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মইনপুরী জেলার কারহাল বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট হয়েছে সংবাদ শিরোনামে থাকা উত্তরপ্রদেশের হাথরসেও ।