প্রতিবেদন : আরজি কর মামলা (RG Kar Case) থেকে সরে দাঁড়ালেন আইনজীবী বৃন্দা গ্রোভার। মূলত বৃন্দার আইনি টিমের সঙ্গে মৃতার পরিবারের মতবিরোধের কারণেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষীয়সী আইনজীবী।
মৃত ডাক্তারি পড়ুয়ার হয়ে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং শিয়ালদহ কোর্টে মামলা লড়ছিল বৃন্দা গ্রোভারের টিম। সরে দাঁড়ানোর কারণ হিসাবে বলা হয়েছে, কিছু অবাঞ্ছিত হস্তক্ষেপ ও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই সরে দাঁড়াতে হচ্ছে। আইনি এই সাহায্য দেওয়া হচ্ছিল নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে, আইন মেনে এবং পেশাদারিত্ব বজায় রেখেই। কিন্তু যেভাবে এই কাজে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছিল, তা মানা যায় না। সেই কারণে গোটা টিম এই মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। আগামিদিনে মৃত পড়ুয়ার পরিবারের হয়ে আর আদালতে সওয়াল করবে না বৃন্দা ও তাঁর টিম। ট্রায়াল কোর্টকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। আইনজীবীদেরও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মৃতার বাবা জানিয়েছেন, তাঁরা বিষয়টি জানেন না। কেউ তাঁদের জানায়নি।
আরও পড়ুন-বিধানসভায় ভুল তথ্য, বিজেপি সদস্যকে সতর্ক করলেন স্পিকার
সেপ্টেম্বর থেকে বৃন্দার টিমের দুই আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় ও অর্জুন গুপ্ত কলকাতা হাইকোর্ট ও শিয়ালদহ কোর্টে শুনানিতে অংশ নিয়েছেন। সুপ্রিম কোর্টে বৃন্দা নিজে মামলা লড়তেন। অন্যদিকে, শিয়ালদহ কোর্টে টানা সাক্ষ্যগ্রহণ চলছে। কয়েক দিনের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষও হয়ে যাবে। এর মাঝে মামলা থেকে বৃন্দা গ্রোভার ও তাঁর টিমের সরে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা নির্যাতিতার পরিবারের কাছে। বিনামূল্যে তিনি এই মামলা লড়ছেন বলেও জানিয়ে ছিলেন।