মঞ্চ তৈরির আগে খুঁটিপুজো সারা! অপেক্ষা ২১ জুলাই মহাসমাবেশের

Must read

আর মাত্র ক’টা দিন, আগামী সোমবার একুশে জুলাইয়ের (TMC 21 july) ঐতিহাসিক শহিদ সমাবেশে লক্ষ লক্ষ মানুষে ভরে যাবে কলকাতার রাজপথ। তার আগে প্রথামাফিক মঙ্গলবার হল খুঁটিপুজো। প্রতি বছরের মতো এ বছরও ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ মঞ্চ তৈরির আগে খুঁটিপুজো সারা হল রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক অশোক দেব, বিধায়ক দেবাশিস কুমার, স্বরূপ বিশ্বাস, যুব সভানেত্রী সায়নী ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল মাজি, আলোক দাস, জয়া দত্ত, টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, শক্তিপ্রতাপ সিং, শ্রেয়া পান্ডে-সহ আরও অনেকে। এবারও মূল মঞ্চ ছাড়া থাকছে শহিদ (TMC 21 july) পরিবারের জন্য মঞ্চ এবং দলের জনপ্রতিনিধিদের জন্য প্রতিবছর যেরকম ব্যবস্থা থাকে সবটাই থাকছে। মূল মঞ্চে রাজ্য নেতৃত্ব ছাড়াও থাকবেন সমাজের বিশিষ্ট ক্ষেত্রের মানুষজন।

আরও পড়ুন- বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে আসে না মানবাধিকার কমিশন! প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল

Latest article