সংবাদদাতা, হুগলি : বাঙালি প্রধানমন্ত্রী চাই। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে এবার এমনটাই আওয়াজ উঠল। অর্থাৎ ছাব্বিশের নির্বাচনকে ছাড়িয়েও পাখির চোখ এখন দিল্লির মসনদ দখল করা। তাই একুশে জুলাইয়ের সভাতেই ‘বাঙালি প্রধানমন্ত্রী চাই’ প্ল্যাকার্ড হাতে দেখা গেল অনুরাগীদের। সংখ্যালঘু ভোট, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প এবং বাঙালি অস্মিতাই শক্তি তৃণমূলের।
আরও পড়ুন-দেশ ছেড়ে ফেরার রুশ মহিলা সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
পূর্ব বর্ধমানের মেমারি থেকে এসেছিলেন বাসুদেব মন্ডল। তাঁর হাতে ‘বাঙালী প্রধানমন্ত্রী চাই’ পোস্টার। কেন এই পোস্টার নিয়ে ধর্মতলার সভায়? তৃণমূল কর্মী বাসুদেব বলেন, কেন্দ্র সরকার বাংলা-বিদ্বেষী। বাংলাকে বঞ্চনা করছে প্রতিনিয়ত। তাই বাংলার মানুষ বাঙালি প্রধানমন্ত্রী চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী দেখতে চায়। তবে শুধু বাসুদেববাবুই নন, মমতা-আবেগে শান দিয়ে দলে দলে মানুষ যোগ দিতে আসেন ২১ জুলাইয়ের সভামঞ্চের উদ্দেশ্যে। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে একুশে জুলাই সমাবেশে পৌঁছোন।