প্রতিবেদন : নবান্নের বৈঠকের লাইভ স্ট্রিমিং-এর দাবি তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এবার তাঁদের চাপে ফেলে পাল্টা তাঁদের যাবতীয় কর্মকাণ্ডের লাইভ স্ট্রিমিং করার দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে শ্রীরামপুর সাংসদ বলেন, আমি সরকারের কাছে আবেদন করব হাসপাতালে সব লাইভ স্ট্রিমিং করুন৷ কোন ডাক্তার কী কাজ করছেন না করছেন, কীভাবে রোগীদের চিকিৎসা করছেন সব যেন আমরা দেখতে পাই। এমনকী রোগীর পরিবারও যেন যাবতীয় চিকিৎসা ব্যবস্থা দেখতে পান বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন-রেশনে বকেয়া ১২,৭১৪ কোটি, কেন্দ্রকে কড়া চিঠি রাজ্যের
সাংসদের তোপ, নিজেরা হাসপাতালে কাজ করবে না, এদিকে বড় বড় নার্সিংহোমে পাঠিয়ে দেবে। কিন্তু কোনও সিনিয়র ডাক্তার এই পথে যাননি। তাঁরা জানেন মানুষের পরিষেবা তাঁদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলেমেয়ে বিপ্লব আরম্ভ করল। ভাবল ১৪ দিন এরকম ভাবে নাচ-গান করলেই, রাস্তায় ছবি এঁকেই ভাবল ১৪ তলায় উঠে সরকার গঠন করে দেবে, এসব হয় নাকি!
তৃণমূল সাংসদের কথায়, পশ্চিমবাংলায় আর অন্য কোনও রাজনৈতিক দল নেই। সিপিএমকে দেখতে পান কোথাও? নির্বাচন হয় একটু নাটক করে, কেউ গান করে। গিটার বাজালে চলে গেল। আর কোথাও কিছু নেই। বিজেপির হাল খারাপ। তাঁর স্পষ্ট উক্তি, ২০২৬-এ বিজেপি থেকে আর কোনও বিরোধী দলনেতা হবে না। ৩০টাও সিট পাবে না।