প্রতিবেদন : পড়ুয়া ডাক্তারের ধর্ষণ-খুনের বিচার চেয়ে এবার সিবিআইয়ের বিরুদ্ধেই গর্জে উঠলেন ডাক্তাররা। শনিবার সন্ধ্যায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েলফেয়ারের তরফে বিশাল মিছিল করে সিজিওতে আসেন ডাক্তাররা। মিছিল শুরু হয় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অফিস থেকে।
আরও পড়ুন-দিনের কবিতা
করুণাময়ী ঘুরে সেই মিছিল আসে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে— শুনে রাখ সিবিআই, তিলোত্তমার বিচার চাই। কার্যত সিজিও ঘিরে ফেলেন ডাক্তাররা। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস এই কথাটাই বলে আসছিল। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার হাইকোর্টের নির্দেশের সিবিআইয়ের হাতে যাওয়ার পরেও কেটে গিয়েছে ১৮টা দিন। কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও অন্ধকারে সকলেই। নতুন করে কোনও গ্রেফতারও নেই। এবার ডাক্তাররাও পথে নেমে সিবিআই দফতর ঘেরাও করে তাদের কাছ থেকে জবাব চাইতে শুরু করল। এই একই দাবিতে লাগাতার রাস্তায় তৃণমূল কংগ্রেসও। একটু দেরিতে হলেও এবার ডাক্তাররাও বুঝতে পারছেন আসলে জবাবটা সিবিআইকেই দিতে হবে।