ধাপে ধাপে এগোতে চাই : অচিন্ত্য, রাজ্য সরকারের সংবর্ধনা

সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন বাংলার দুই কৃতী সন্তান অচিন্ত্য শিউলি ও সৌরভ ঘোষাল।

Must read

প্রতিবেদন : সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন বাংলার দুই কৃতী সন্তান অচিন্ত্য শিউলি ও সৌরভ ঘোষাল। মঙ্গলবার খেলা হবে দিবসে দু’জনকে সম্মানিত করা হল রাজ্য সরকারের তরফ থেকে। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অচিন্ত্যর হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন-সাড়ে তিনকোটির প্রকল্প মালদহে

সৌরভ বিদেশে থাকায় আসতে পারেননি। তাঁর বাবা রাজেন্দ্রনাথ ঘোষালের হাতে দু’লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও মিষ্টির হাঁড়ি ও উত্তরীয় উপহার দেওয়া হয়। অচিন্ত্য এদিন জানিয়েছেন, এখনই তিনি অলিম্পিক নিয়ে ভাবছেন না। ধাপে ধাপে এগোতে চান। এদিকে, প্রতি বছরের মতো এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আইএফএ-র সৌজন্যে পালিত হল ফুটবলপ্রেমী দিবস। রক্তদানের মাধ্যমে এই দিন পালন করা হয়। রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্রের সই করা শংসাপত্র দেওয়া হয়।

Latest article