খেলা

কাপ জিততে চাই কোচের জন্য : রোহিত

অনির্বাণ দাস: রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। দীর্ঘ এক যুগ পর ফের বিশ্বসেরা হওয়ার স্বপ্নে বিভোর গোটা দেশ। মহারণের আগে রোহিত শর্মা (Rohit Sharma) সাফ জানিয়ে দিলেন, কোচ রাহুল দ্রাবিড়ের জন্যই কাপ জিততে চান।
ভারত অধিনায়ক বলেন, ‘‘এই দলটার পিছনে রাহুল দ্রাবিড়ের বিশাল অবদান আছে। কোচ হিসাবে প্রত্যেক ক্রিকেটারের ভূমিকা যেমন পরষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। তেমন খোলা মনে খেলার স্বাধীনতা দিয়েছেন। ওঁর আর আমার খেলার ধরনে বিস্তর ফারাক। কিন্তু আমাদের ক্রিকেটীয় দর্শনে প্রচুর মিলও রয়েছে। ওঁর জন্যই আমরা কাপ জিততে চাই।’’ রোহিত আরও যোগ করেছেন, ‘‘টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। ওই কঠিন সময়ে উনি যেভাবে সবার পাশে দাঁড়িয়েছিলেন, তা কোনও দিন ভুলব না। উনিও বিশ্বকাপজয়ী দলের শরিক হতে চান।’’
জোর চর্চা, ফাইনালে মহম্মদ সিরাজের বদলে দলে ঢুকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত বলছেন, ‘‘আমাদের পনেরোজনই মাঠে নামার জন্য তৈরি। দেখা যাক কী হয়। কাল পিচ দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। অধিকাংশ বিশেষজ্ঞই রবিবার রোহিতদের ফেভারিট হিসাবে চিহ্নিত করছেন। হিটম্যান যদিও বলছেন, ‘‘আমি ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করি না। ফাইনালে মাঠে নেমে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। শেষ দশটা ম্যাচ কেমন খেলেছি, সেটা এখন অতীত। রবিবার যদি আমরা ভুল করি, তাহলে এতদিনের কঠোর পরিশ্রম বৃথা হয়ে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘এই দিনটার জন্য আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি। আমি অধিনায়ক হওয়ার আগে থেকেই পরিকল্পনা শুরু হয়েছিল। গত দুটো বছরে বিভিন্ন ফরম্যাটের প্লেয়ারদের আলাদা আলাদা করে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেককে তাদের ভূমিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে।’’
দেশবাসীর প্রত্যাশা কাপ জিতবে ভারত। রোহিত অবশ্য বলে গেলেন, ‘‘বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচ। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। প্রত্যাশার চাপ থাকবেই। তবে আমরা সেই চাপ সামলাতে অভ্যস্ত।’’ ২০১১ বিশ্বকাপজয়ী দলে সুযোগ পাননি। এবার তাঁর নেতৃত্বে দেশের মাটিতে আরও একবার কাপ জয়ের হাতছানি। রোহিত (Rohit Sharma) বলছেন, ‘‘ওই সময়টা খুব কঠিন ছিল। তবে আজ যেখানে আমি দাঁড়িয়ে, তাতে খুশি। কোনও দিন ভাবিনি, আমার নেতৃত্বে দেশ বিশ্বকাপ ফাইনাল খেলবে। বিশ্বকাপ দেখে বড় হয়েছি। তাই এটাই আমার ক্রিকেট কেরিয়ারের সবথেকে বড় মুহূর্ত।’’
অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স শুনিয়ে রেখেছেন, তাঁর দলে বিশ্বকাপ ফাইনাল খেলা প্লেয়ার রয়েছে। পাল্টা রোহিতের বক্তব্য, ‘‘এরজন্য অস্ট্রেলিয়া কোনও বাড়তি সুবিধা পাবে বলে মনে হয় না। আমাদের দলেও বিশ্বকাপ ফাইনাল খেলা প্লেয়ার রয়েছে। বিরাট ও অশ্বিন ২০১১ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল।’’ ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মহম্মদ শামিকে বাড়তি সমীহ করছে অস্ট্রেলীয় শিবির। অথচ হার্দিক পান্ডিয়া চোট না পেলে, শামি এই বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পেতেন কিনা সন্দেহ! রোহিত বলছেন, ‘‘শামির মতো ম্যাচ উইনারকে বসিয়া রাখার সিদ্ধান্তটা কঠিন ছিল। কিন্তু সুযোগ পেয়েই ও নিজেকে প্রমাণ করেছে। বোলিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছে বলেই ফল পাচ্ছে।’’ মোতেরার ২২ গজে চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ভারত। ফাইনালের পিচের চরিত্র আলাদা বলেই জানাচ্ছেন রোহিত। তিনি বলছেন, ‘‘পাকিস্তান ম্যাচের পিচে ঘাস ছিল না। কিন্তু এখানে রয়েছে। তবে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ একটু মন্থর হবে।’’

আরও পড়ুন- সৌদিতে কাজে গিয়ে রহস্য-নিখোঁজ নবগ্রামের যুবক, পরিবারের পাশে তৃণমূল

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago