রাজ্যসভায় পেশ ওয়াকফ সংশোধনী

সংসদীয় সূত্রের খবর, দুপুর একটা থেকে ৮ ঘণ্টা সময় রাখা হয়েছে আলোচনার জন্য। বিলের সমর্থনে কেন্দ্র সাফাই গাইলেও তীব্র আক্রমণ শানাতে একজোট বিরোধীরা।

Must read

প্রতিবেদন : তৃণমূল-সহ (Trinamool)বিরোধী শিবিরের যুক্তিবাণের কাছে পরাস্ত হয়েও বুধবার গভীর রাতে গরিষ্ঠতার জোরে লোকসভায় ওয়াকফ (Waqf) সংশোধনী বিল কোনওরকমে পাশ করিয়ে নিয়েছে মোদি সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল।

আরও পড়ুন-বিজেপি ছেড়ে তৃণমূলে

সংসদীয় সূত্রের খবর, দুপুর একটা থেকে ৮ ঘণ্টা সময় রাখা হয়েছে আলোচনার জন্য। বিলের সমর্থনে কেন্দ্র সাফাই গাইলেও তীব্র আক্রমণ শানাতে একজোট বিরোধীরা।

Latest article