ওয়াকফ, বিরোধীদের চাপে কি পিছু হটছে মোদি সরকার?

বড় রকমের কোনও পরিবর্তন না হলে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷

Must read

প্রতিবেদন: বড় রকমের কোনও পরিবর্তন না হলে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সূত্রের দাবি, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের শুরুতেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি করতে পারে মোদি সরকার৷

আরও পড়ুন-চিনে ‘হিট অ্যান্ড রান’-এর ঘটনায় মৃত কমপক্ষে ৩৫, আহত ৪৩

বিরোধী শিবির বিশেষত: তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ ও বিরোধিতার জেরেই মোদি সরকারের এই সম্ভাব্য পশ্চাদপসারণ, দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷ ওয়াকফ সংশোধনী বিলের মত স্পর্শকাতর বিষয়ে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার মত কোনও পদক্ষেপকে তাঁরা মান্যতা দেবেন না, সাফ দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে৷ সরকারি কমিটির রাজ্য সফর বয়কট করেছেন তৃণমূল প্রতিনিধিরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দেখানো পথেই প্রতিবাদে সামিল হয়েছে অন্য বিরোধী দলগুলিও৷ পর্যাপ্ত সময় না নিয়ে কেন তাড়াহুড়ো করে ওয়াকফ বিলকে পর্যালোচনা করা হবে? প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির৷

Latest article