মেলবোর্ন, ১৪ মার্চ : শ্যেন ওয়ার্নকে মরণোত্তর নাইটহুড দেওয়ার দাবি জোরালো। তিন বছর আগে কিংবদন্তি লেগ স্পিনারকে নাইটহুড দেওয়ার দাবিতে পিটিশন দাখিল করা হয়। ওয়ার্নের আকস্মিক মৃত্যুর পর সেই দাবি আরও জোরালো। উইজডেনের তরফে নাইট সম্মানের জন্য বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছিল। এই তালিকার চারজন ইতিমধ্যেই নাইটহুড সম্মান পেয়েছেন। তাঁরা হলেন স্যর ডন ব্র্যাডম্যান, স্যর গ্যারফিল্ড সোবার্স, স্যর জ্যাক হবস এবং স্যর ভিভিয়ান রিচার্ডস। তালিকায় পঞ্চম ক্রিকেটার হিসেবে ছিলেন ওয়ার্ন। কিন্তু জীবিতাবস্থায় লেগ স্পিনের জাদুকর স্যর উপাধি পাননি।
আরও পড়ুন-বলে চমকের দাবি হার্দিকের
সংবিধান অনুযায়ী জীবিত ব্যক্তিরাই নাইটহুড সম্মান পেতে পারেন। মরণোত্তর সম্মান দেওয়া হয় না। তাই সংবিধান বদলে ওয়ার্নকে যাতে মরণোত্তর সম্মান দেওয়া যায়, তার জন্য দাবি জানিয়েছেন আবেদনকারী। নতুন পিটিশনে আবেদনকারী মালউফ বলেছেন, ‘‘ওয়ার্নের সাফল্য, রেকর্ড তাঁর হয়ে কথা বলছে। ৭০৮ টেস্ট উইকেট, ১৩১৯ প্রথম শ্রেণির উইকেট, ১০০ ওয়ান ডে উইকেট। অসংখ্য অ্যাসেজ ট্রফি, বিশ্বকাপ, বিভিন্ন দেশে সেরার ট্রফি, অবিশ্বাস্য সাফল্য। শ্যেন একজন কিংবদন্তি। সংবিধান বদলে ওঁকে মরণোত্তর নাইটহুড দেওয়ার জন্য আমরা লড়াই করছি।’’