প্রতিবেদন : ইডেনে মহেন্দ্র সিং ধোনির হাতে হেরে প্লে-অফের অঙ্ক আরও কঠিন করে ফেলল কেকেআর। বাকি দুই ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তা প্লে-অফ খেলার জন্য হয়তো যথেষ্ট নয়। কারণ, নিজেদের হাতে আর কিছু নেই। ইডেনে শেষ হোম ম্যাচে হেরে অধিনায়ক অজিঙ্ক রাহানে দলের পাশে দাঁড়াচ্ছেন। জানালেন, ১০-১৫ রান কম করেছেন তাঁরা।
‘বেবি এবি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস চেন্নাইয়ের এবারের দুঃস্বপ্নের আইপিএলে সবচেয়ে বড় প্রাপ্তি। এদিন তাঁর ২৫ বলে ৫২ রানের মারকাটারি ইনিংসটাই নাইটদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল। বৈভব অরোরার এক ওভারে ব্রেভিস ছক্কার পর ছক্কা হাঁকিয়ে ৩০ রান নিলেন। ম্যাচ ঘুরল সেখান থেকেই। রাহানে বললেন, ‘এই ফরম্যাটের ক্রিকেটে এরকম হয়। আমি মনে করি, ওরা ভাল ব্যাট করেছে। ব্রেভিস সাহসী ক্রিকেট খেলেছে। ব্রেভিস ও শিবম সুযোগ নিয়েছে। সেটা কাজেও লেগেছে। আমার কোনও অভিযোগ নেই। আমাদের বোলাররা ভাল বল করেছে।’
আরও পড়ুন-দিনের কবিতা
রাহানের সংযোজন, ‘দিনের শেষে পরাজিত দলে থাকাটা খুব কঠিন। তবে আমরা ১০-১৫ রান কম করেছি বলেই মনে হয়। ভেবেছিলাম, ১৮৫-১৯৫ রান এই উইকেটে আদর্শ স্কোর। তবে দারুণ ম্যাচ হয়েছে।’ প্লে-অফে যাওয়ার আর কোনও সম্ভাবনা কি দেখছেন? রাহানে চান নিজেদের কাজটা করতে। কারণ, বাকি দুটো ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে প্রথম চার দলের পয়েন্ট নষ্টের দিকে। নাইট অধিনায়ক বলছেন, ‘আমরা সহজ রাস্তায় থাকতে চাই। নিজেদের বাকি দুটো ম্যাচ আগে জিততে হবে। তারপর দেখা যাক কী হয়!’
ইডেনে তাঁকে নিয়ে আবেগের আবহেই কেকেআরের ঘরে দলকে জেতালেন ধোনি। ক্যাপ্টেন কুলের গলায় ব্রেভিসের প্রশংসা। আর অবসর-জল্পনা নিয়ে ইডেনে দাঁড়িয়ে এমএসডি বললেন, ‘আমার ৪৩ বছর বয়স। দর্শকেরা জানে না, আমি কতদিন খেলব। কোনটা আমার শেষ ম্যাচ। তাই ওরা আমাকে নিয়ে মেতে ওঠে। এই আইপিএল তো শেষ হল। এবার দেখতে হবে এই স্তরের ক্রিকেটে আমার শরীর চাপ নেওয়ার জন্য কতটা তৈরি থাকে। এখনও আমি কোনও সিদ্ধান্ত নিইনি। তবে যে ভালবাসা বিভিন্ন জায়গায় পাই তা সত্যিই অসাধারণ।’