মহারাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ‘আত্মঘাতী’ মহিলা চিকিৎসক

Must read

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসকে। ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ ও হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। মহারাষ্ট্রের সাতারার একটি জেলা হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের হাতের তালুতে সুইসাইড নোটে পুরো অভিযোগ লিখেছেন বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে ফালতানের একটি হোটেলের ঘরে নির্যাতিতার ঝুলন্ত দেহ পাওয়া যায়। মহারাষ্ট্রে এক সরকারি চিকিৎসক পুলিশের (Maharashtra police) দ্বারা বারবার ধর্ষিতা হয়ে, অভিযোগ জানিয়েও সুরাহা পাননি। শেষে সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু বিষয় নিয়ে কোনও প্রতিবাদ বা মন্তব্য নেই বাংলার বিরুদ্ধে অভিযোগ তোলা বঙ্গ বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন-হাই কোর্টে খারিজ গদ্দারের রক্ষাকবচ, সরকার-দলের বক্তব্যকেই মান্যতা: মত তৃণমূলের

ওই চিরকুট থেকে জানা যায়, গত পাঁচ মাসের মধ্যে এক পুলিশ সাব-ইন্সপেক্টর তাঁকে চারবার ধর্ষণ করেছেন। ফালতান সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ওই চিকিৎসক এসআই গোপাল বাদনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। পুলিশের ক্রমাগত হয়রানির কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলেও উল্লেখ করেছেন। হাতের তালুতে থাকা চিরকুটের পাশাপাশি, ১৯ অক্টোবর ফালতানের সাব-ডিভিশনাল অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে (ডিএসপি) লেখা একটি চিঠিতেও একই অভিযোগ তুলেছেন বলে সূত্রের খবর। আত্মহননের হুঁশিয়ারি দিয়েছিলেন ওই চিকিৎসক।

বাংলার কোনও একটি ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। আর তাদের ক্ষমতায় থাকা মহারাষ্ট্রে এক সরকারি চিকিৎসক পুলিশের (Maharashtra police) দ্বারা বারবার ধর্ষিতা হয়ে, অভিযোগ জানিয়েও সুরাহা পাননি। শেষে সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু বিষয় নিয়ে কোনও প্রতিবাদ বা মন্তব্য নেই বঙ্গ বিজেপি শিবিরের।

Latest article