হিরোশিমায় মার্কিন পরমাণু বোমা কি পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ? ইতিহাস এখনও রহস্যময়

Must read

প্রতিবেদন : খুনের বদলা খুন। চলতি প্রবাদের এই ধরনই দেখা গিয়েছিল বিশ্ব কূটনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র বনাম জাপানের শত্রুতায়। আর সেই বিষাক্ত দর্শনের জেরে ১৯৪১-এর পার্ল হারবার হত্যাকাণ্ডের বদলাই কি ১৯৪৫-এর হিরোশিমা? চর্চা অবশ্যম্ভাবী। উত্তর অজানা। হিরোশিমা (Hiroshima) দিবসে সেই রহস্যময় প্রতিশোধের পর্ব নিয়ে আলোচনার পাশাপাশি মানুষের তৈরি পারমাণবিক বোমায় আর যাতে মানবসভ্যতা ধ্বংসের ছেলেখেলা না হয় তার জন্য বিশ্বব্যাপী আওয়াজ-আন্দোলন চলতেই থাকবে শান্তিকামী বিশ্ববাসীর। এক লহমায় মানবসভ্যতা ধ্বংসের ক্ষমতা আছে যে পারমাণবিক বোমার তা যেন মনুষ্য-দানবের হাতে না পড়ে, এটাই হিরোশিমা দিবসের শপথ জাপান ও বিশ্ব জুড়ে।

১৯৪১-এর পার্ল হারবার হত্যাকাণ্ড
আজও সারা বিশ্বের মানুষ জাপানের পার্ল হারবার আক্রমণকে স্মরণ করে, যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি। ১৯৪১-এর ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপে মার্কিন নৌঘাঁটিতে আকস্মিক হামলা চালায় জাপানের নৌবাহিনী। বিমান ও সমুদ্রপথে চলে হামলা। বলা হয়, এই হামলা ছিল জাপানের সাম্রাজ্যবাদী আগ্রাসনের কুৎসিত নমুনা। জাপান চেয়েছিল মার্কিন নৌবাহিনীকে দুর্বল করতে। পার্ল হারবারে জাপানি আক্রমণে ২৪০০ মার্কিন নাগরিক নিহত ও হাজারের উপর মানুষ আহত হন। এই হামলার পরই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় এবং ইতিহাসের গতিমুখ ঘুরিয়ে দিয়ে অক্ষশক্তিকে ব্যর্থ হতে সাহায্য করে।

১৯৪৫-এর হিরোশিমায় মার্কিন প্রতিশোধের হাতিয়ার পরমাণু বোমা
১৯৪৫-এর ৬ আগস্ট। ৮০ বছর আগের সেই কালো অধ্যায় প্রত্যক্ষ করে অপরাধবোধে শিউরে উঠেছিলেন ম্যানহাটন প্রজেক্টের মূল কারিগর ‘পারমাণবিক বোমার পিতা’ পদার্থবিদ রবার্ট ওপেনহেইমারও। জাপানে সেদিন এক লহমায় প্রায় ৮০ হাজার হিরোশিমাবাসী (Hiroshima) নিহত হন আমেরিকার ফেলা পরমাণু বোমায়। তেজস্ক্রিয় বিকিরণ কয়েক প্রজন্মের মানুষকে পঙ্গু বানিয়ে দিয়েছিল। একই কাণ্ড আমেরিকা ঘটায় দিনকয়েক পর নাগাসাকিতেও। মানবসভ্যতার অস্তিত্বকে সংশয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল হিরোশিমা-নাগাসাকি। আজকের বিশ্বে ইউক্রেন-গাজার পরিস্থিতি ও আরও নানা জায়গায় যুদ্ধবাজদের আস্ফালন দেখে সংশয় জাগে, মানুষ নিজেই কি নিজের সভ্যতাকে অচিরে এভাবে ধ্বংস করবে? বিশ্ব কূটনীতির গোলকধাঁধায় আটকে প্রাণ যাবে আমজনতার?

Latest article