প্রতিবেদন : ভূগর্ভস্থ জলস্তর রক্ষায় রাজ্য সরকার জল সংরক্ষণ ও ব্যবহারের বিস্তারিত পরিকল্পনা তৈরির উদ্যোগ নিল। সেজন্য জেলায় জেলায় ভূগর্ভস্থ জলের অবস্থা নিয়ে সমীক্ষা করা হবে। প্রথম দফায় সংকটজনক জেলাগুলির অন্যতম ঝাড়গ্রাম জেলায় ভূগর্ভস্থ জল ব্যবহারের উপর সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূগর্ভস্থ জল উত্তোলনের অনুমতি প্রদানের ক্ষেত্রে আরও কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ আনতেই এই উদ্যোগ।
আরও পড়ুন-বাংলাদেশি তকমা দিয়ে মুর্শিদাবাদের যুবককে চরম নির্যাতন গেরুয়া অসমে
রাজ্য সরকারের সারফেস ওয়াটার ইনভেস্টিগেশন ডিভিশন ইতিমধ্যেই একটি সংস্থাকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, যারা ঝাড়গ্রামে ভূগর্ভস্থ জল সংক্রান্ত সমীক্ষা ও তদন্তের কাজ করবে। সমীক্ষার আওতায় সেচ, শিল্প, বাণিজ্যিক ব্যবহার, গৃহস্থালি, পরিকাঠামো নির্মাণ ও খনন— সবক্ষেত্রেই কতটা ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে, তার বিস্তারিত হিসাব নেওয়া হবে। পাশাপাশি ঝাড়গ্রামের নির্দিষ্ট এলাকায় নিয়মিত ভূগর্ভস্থ জলের স্তর পর্যবেক্ষণ এবং জলের নমুনা সংগ্রহ করে গুণগত পরীক্ষাও করা হবে। আগামী দিনে কলকাতা সহ অন্যান্য জেলাতেও একই ধরনের সমীক্ষা করা হবে। এই সমীক্ষার ভিত্তিতেই জেলা স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে—কোন এলাকায় জল উত্তোলনের অনুমতি দেওয়া হবে, কোথায় তা সীমিত বা সংশোধিত করা দরকার। উল্লেখ্য, রাজ্যের ১০টি ব্লককে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেজন্য নিয়মিত নজরদারি, নিয়ন্ত্রণ ও রিচার্জ ব্যবস্থার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…