মেট্রোর সুড়ঙ্গে জল, ফের আতঙ্কে বউবাজারবাসী

মেট্রোর কাজের জেরে ফের আতান্তরে বউবাজারের বাসিন্দারা। দুর্গা পিতুরি লেনে মাটির নিচ থেকে বের হচ্ছে জল। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

Must read

প্রতিবেদন : মেট্রোর কাজের জেরে ফের আতান্তরে বউবাজারের বাসিন্দারা। দুর্গা পিতুরি লেনে মাটির নিচ থেকে বের হচ্ছে জল। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। খালি করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি। ওই বাড়ির বাসিন্দাদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। এর আগেও মেট্রোর কাজের জন্য বউবাজারে লিকেজ দেখা দিয়েছিল। বোরিং টানেল খোঁড়ার ফলে একাধিক বাড়িতেও ফাটল দেখা যায়। তখনও সরিয়ে দেওয়া হয়েছিল বাসিন্দাদের। আর্থিক সাহায্য করা হয়েছিল।

আরও পড়ুন-সুপ্রিমে ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি ১০ সেপ্টেম্বর

এবার ফের একবার ফিরে এল সেই আতঙ্ক। বৃহস্পতিবার রাতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মীয়মাণ টানেলে জল দেখা যায়। ঘটনাস্থলে আসেন মেট্রো আধিকারিকরা। তখনই ১১টি বাড়ি ফাঁকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখনও পর্যন্ত ৫২ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হোটেলে। মেট্রো সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। তবে মেট্রোর দাবি, এবারের ক্ষতি আগের মতো অত ভয়াবহ নয়। এদিকে, শুক্রবার সকালে সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভিতরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। স্টেশনের ভিতরে মাটিতেই বসে পড়েন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেট্রোর প্রবেশপথ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়।

Latest article