জাতীয়

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯ গাড়িতে তেলের বদলে জল

প্রতিবেদন: দুর্নীতির শিকড় কতটা গভীরে ছড়িয়ে গেলে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে। বিজেপির মধ্যপ্রদেশে খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি এবং তাঁর কনভয়ের গাড়িগুলোতে ভরে দেওয়া হয়েছে জল মেশানো ডিজেল। আর তারই পরিণতিতে শুক্রবার এক অনুষ্ঠানে যাওয়ার পথে আচমকাই প্রবল ঝাঁকুনি খেয়ে থমকে গেল কনভয়ের ১৯টি গাড়ি। শুধু থমকে দাঁড়ানো নয়, পুরোপুরি বিগড়ে গেল, মানে অচল হয়ে গেল সবক’টি গাড়িই। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গেরুয়া মুখ্যমন্ত্রী মোহন যাদব। বিমানবন্দরে নেমে রতলামের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। কনভয়ের সবক’টা গাড়ি পরপর খারাপ হয়ে যাওয়ায় গভীর অস্বস্তিতে পড়ে যান মুখ্যমন্ত্রী। বিকল্প গাড়ির ব্যবস্থা করে রতলামে নির্ধারিত অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় গেরুয়া মুখ্যমন্ত্রীকে। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় গেরুয়া-রাজ্যে। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয়ের জ্বালানিতেই যদি জল মেশানো হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে?

আরও পড়ুন-ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না কেন্দ্র, তীব্র ক্ষোভ তৃণমূলের

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মুখ্যমন্ত্রীর কনভয় রওনা হওয়ার ঠিক আগেই স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে ডিজেল ভরা হয়েছিল কনভয়ের প্রতিটি গাড়িতে। গাড়িগুলো একসঙ্গে খারাপ হয়ে যাওয়ার পরেই কয়েকজন অভিজ্ঞ চালক বুঝতে পারেন জল মেশানো হয়েছে পেট্রোলে। তাঁদের সন্দেহ যে মিথ্যা নয়, তা স্পষ্ট হয়ে যায় কিছুটা পরেই। এক ব্যক্তি বোতলে ভরে ডিজেল নিয়ে যাচ্ছিলেন ওই পাম্প থেকে। দেখা যায়, তাতেও জল মেশানো। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়িতে ডিজেলে জল মেশানোর দুঃসাহস পেল কী করে ওই পাম্পের মালিক বা কোনও কর্মী? তা হলে সরষের মধ্যেই ভূত?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মধ্যপ্রদেশে রতলামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের। একসঙ্গে ১৯টি গাড়িতে ডিজেল ভরা হয়। তেল ভরে পেট্রোল পাম্প থেকে গাড়িগুলি এগোনোর এক মিটারের মধ্যে দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় দ্রুত গাড়ি পরীক্ষা করে দেখা যায় গাড়িতে যে ডিজেল ভরা হয়েছিল তাতে জল মেশানো।

আরও পড়ুন-কে বলল জগন্নাথ কেবল পুরীরই, কে বলল দিঘার প্রসাদ মহাপ্রসাদ নয়

কেন্দ্রের সরকার জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয় না। ফলে দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল বা ডিজেলে মিশছে ভেজাল। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে সেই দুর্নীতি সবথেকে বেশি এবার তা টের পেলেন বিজেপির মুখ্যমন্ত্রী মোহন যাদব নিজেই। ঘটনায় তদন্তে নেমেছে মধ্যপ্রদেশ পুলিশ। সিল করা হয় ওই পেট্রোল পাম্প। শুরু হয় কর্মী ও মালিকদের জিজ্ঞাসাবাদ। কিন্তু এতবড় ঘটনার পরেও কোনও গ্রেফতারের খবর নেই এখনও।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

15 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

24 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

49 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago