সংবাদদাতা, ডুয়ার্স : ডুয়ার্স ও পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টিতে আবারও ৩১ নং জাতীয় সড়ক জলের তলায় (Water Logging)। বৃহস্পতিবার ভোরবেলায় দু ঘণ্টা জাতীয় সড়কের একাংশর ওপর দিয়ে নদীর জল বয়ে যায়। ভোরে ওদলাবাড়ির রমতি ঝোরার জলে কার্যত ডুবে যায় (Water Logging) জাতীয় সড়ক। ওদলাবাড়ির ঘিস নদীর সেতু থেকে চাঁদমারি বস্তি ভাসমান নৌকোর মতো হয়ে ওঠে। স্রোত রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে। ওই এলাকা অনেকটাই নিচু হওয়ায় রমতি ঝোরাতে জলস্তর বৃদ্ধি পেলে জল জাতীয় সড়কের ওপর দিয়েই জল বয়ে যায়। বৃহস্পতিবার রাত তিনটে থেকে মুষলধারে বৃষ্টির জন্য পাহাড়ি খরস্রোতা রমতি ঝোরাতে দ্রুত জল বেড়ে যায়। ফলে ওই এলাকা এবং এলাকা সংলগ্ন জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে।
আরও পড়ুন: আজ থেকেই পুজো শুরু, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী