প্রতিবেদন : মিটার (Water meter- Bidhannagar) বসিয়ে জল সরবরাহের উদ্যোগ নিচ্ছে বিধাননগর পুরসভা। এর ফলে জলের অপচয় যেমন রোখা যাবে তেমনই একটা পরিবারের সদস্যদের হিসাবে ঠিক কতটা জল প্রয়োজন বোঝা যাবে। আগামীতে সেই মতো নেওয়া হবে ব্যবস্থাও। এই প্রসঙ্গে বিধাননগর (Water meter- Bidhannagar) পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) বলেন, পুরনাগরিকদের সুবিধার্থে আমরা একাধিক ব্যবস্থা নিয়েছি। রাজারহাট এলাকায় যে-সমস্ত নতুন বাড়ি তৈরি হচ্ছে সেখানে জলের সংযোগের সঙ্গেই মিটার দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে। এর পাশাপাশি রাজারহাট এলাকায় কাঁচা নর্দমাগুলি বর্ষার আগেই পাকা করা হবে। ইতিমধ্যেই জল সরবরাহের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিয়েছি আমরা। তীব্র গরমেও পুর এলাকায় কোনওরকম জলের সমস্যা হয়নি। পর্যাপ্ত জল পাচ্ছেন বাসিন্দারা। শুধু তা-ই নয় জল সরবরাহের পরিমাণও বাড়ানো হয়েছে। বিধাননগর পুরসভা এলাকায় সল্টলেকে প্রতিদিন ১৪০ গ্যালন জল সরবারাহ করা হয়। রাজারহাটের ২২ থেকে ২৬ নম্বর ওয়ার্ডে যায় মিষ্টি জল। দূষণ রুখতে ইতিমধ্যেই সবুজায়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন মেয়র। তাঁর উদ্যোগেই বিধাননগর পুর এলাকা জুড়ে লাগানো হয়েছে প্রচুর গাছ। গ্রীষ্মে রাস্তার দু’পাশে গাছের রক্ষণাবেক্ষণের জন্য দু’বেলা জল দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি। পুর এলাকার জল সরবরাহ বিষয়ে জানাতে ডেপুটি মেয়র, মেয়র পারিষদ এবং কাউন্সিলরদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন তিনি। মেয়র জানিয়েছেন, বিধানগর পুরসভা এলাকার সৌন্দার্যায়নের জন্য আগামীদিনে আরও পরিকল্পনা রয়েছে। সেই কাজগুলিও দ্রুত শুরু হবে।