৫৫০ কোটি ব্যয়ে জলপ্রকল্পের কাজ

ইতিমধ্যেই পাইপলাইন বসানোর কাজ যে সমস্ত জায়গায় বাকি ছিল সেই সমস্ত এলাকায় গাছ সরিয়ে কাজ শুরু করেছে বন দফতর।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগম এলাকায় প্রায় ৫৫০ কোটি টাকা পানীয় জলপ্রকল্পে কাজ করছে শিলিগুড়ি পুরনিগম। বেশ কিছুদিন ধরে জঙ্গল দিয়ে পাইপলাইন পাতার কাজ নিয়ে অনুমতি মিলতে বেগ পেতে হয়েছিল পুরনিগমকে। এবার সেই পাইপলাইন বা তার অনুমতিতে মিলল ছাড়পত্র। ইতিমধ্যেই পাইপলাইন বসানোর কাজ যে সমস্ত জায়গায় বাকি ছিল সেই সমস্ত এলাকায় গাছ সরিয়ে কাজ শুরু করেছে বন দফতর।

আরও পড়ুন-হড়পা বানে মাঝনদীতে আটকে গেল যাত্রীবাহী বাস

৯ কিলোমিটার এলাকা জুড়ে গাছ সরিয়ে শুরু হবে পাইপলাইন বসানোর কাজ, পাশাপাশি মেয়র গৌতম দেব জানান, যেসমস্ত এলাকায় জঙ্গলজুড়ে জলের লাইন বসানো হচ্ছে সেই সমস্ত এলাকায় বন্যপ্রাণদের জন্য জলাধার তৈরি করা হবে। বুধবার সেই সমস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পুর আধিকারিক এবং বন আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক সারেন মেয়র এবং ডেপুটি মেয়র।

Latest article