প্রতিবেদন : মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ হবে গার্ডেনরিচ (Garden Reach) জলাধারে। তাই আজ, শনিবার সকাল ৯টার পর থেকে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ (Water Supply)। রবিবার সকাল ৬টা থেকে আবার যথারীতি পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে শহরবাসীর দুয়ারে। তবে মাঝের এই সময়টায় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। জনস্বার্থে একসপ্তাহ আগেই মানুষকে এই ব্যাপারে সচেতন করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গত ডিসেম্বরে একইভাবে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য টালা জলাধার থেকেও জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
আরও পড়ুন-রাত দখলের নাটুকেরাই অশ্লীল-কাণ্ডে অভিযুক্ত
পুরসভা সূত্রে খবর, শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে বরো ৮, ৯, ১০, ১১, ১২ (আংশিক), ১৩, ১৪, ১৫ এবং ১৬-র বিস্তীর্ণ এলাকায়। তাই পুরসভার তরফে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন, টালিগঞ্জ, চেতলা, বেহালা, কসবা, কালীঘাট, চেতলা, গল্ফগ্রিন, বাঁশদ্রোণী, গড়ফা, গার্ডেনরিচ, পর্ণশ্রী, বজবজ এবং মহেশতলার বাসিন্দাদের আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুরসভার এক আধিকারিকের কথায়, সকাল ৯টা পর্যন্ত এমনিই জল পাওয়া যাবে। সন্ধ্যার মধ্যে আমাদের কাজও হয়ে যাবে। তবে রবিবার সকাল ৬টা থেকেই পুনরায় জল সরবরাহ চালু হবে। প্রসঙ্গত, গার্ডেনরিচ প্ল্যান্ট প্রতিদিন ২১০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ করে। উত্তর ২৪ পরগনার ফলতার পর যা দ্বিতীয় বৃহত্তম।