টালার পর গার্ডেনরিচ থেকে বন্ধ জল সরবরাহ

Must read

প্রতিবেদন : টালার পর এবার গার্ডেনরিচ (Gardenreach) জলাধারে মেরামতির কাজ করবে কলকাতা পুরসভা। সেই কারণে আগামী ১৮ জানুয়ারি সকাল ৯টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত গার্ডেনরিচ জলাধার থেকে পানীয় জল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুর-কর্তৃপক্ষ। শুক্রবার টক টু মেয়র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। আগামী ১৮ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত স্বাভাবিক জল সরবরাহের পরই বন্ধ করে দেওয়া হবে পরিষেবা। ১৯ জানুয়ারি সকাল ৬টা থেকেই ফের স্বাভাবিক হবে জল সরবরাহ। এর জেরে কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, মেটিয়াবুরুজ-সহ দক্ষিণ কলকাতার একটা বড় অংশে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন- ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ে সন্ন্যাসীও পেলেন চিকিৎসা

Latest article