সংবাদদাতা, আসানসোল : যিশুর জন্মদিন ও ইংরেজি নতুন বছরের আগমন লগ্নে শহরবাসীর জন্য মোমশিল্পী সুশান্ত রায়ের বিশেষ উপহার হাসির রাজা চার্লি চ্যাপলিনের একটি পূর্ণাবয়ব মোমমূর্তির আবরণ উন্মোচন। করলেন শিল্পী স্বয়ং। বড়দিন উপলক্ষে আসানসোল-সহ সমগ্র পশ্চিম বর্ধমানের চার্চগুলোতে যখন নেমেছে মানুষের ঢল, তখন আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে উদ্বোধন হল চার্লির মূর্তি।
আরও পড়ুন-বাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিকল্প অর্থনীতি
শিল্পী সুশান্ত রায়ের মোমনির্মিত মূর্তিটি দেখে সাধারণ মানুষ বিস্ময়ে হতবাক। ২৫ ডিসেম্বর বড়দিনেই মৃত্যু হয় বিশ্বখ্যাত কমেডি কিং চার্লি চ্যাপলিনের। তাই মৃত্যুদিনে শ্রদ্ধা জানাতেই শিল্পী সুশান্ত রায় ২০ দিনে মূর্তিটি নির্মাণ করেন।