কারখানা গড়তে ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি দেবে সরকার , সবুজসাথী সাইকেল রাজ্যেই

Must read

প্রতিবেদন : এবার সবুজ সাথী প্রকল্পের সাইকেল তৈরি হবে রাজ্যেই। এই প্রকল্পের আওতায় প্রতি বছর বিপুল পরিমাণ সাইকেল কিনতে হয় রাজ্যকে। কিন্তু ভিন রাজ্য থেকে তা আমদানি করা হয়। এই প্রথা এবার ভাঙতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, অন্য রাজ্য থেকে না আমদানি করে এ রাজ্যেই কারখানা গড়ে সাইকেল তৈরি করুক কোনও সংস্থা। তাতে রাজ্যে প্রচুর মানুষের কাজের সুযোগও তৈরি হবে।

আরও পড়ুন : দুর্দান্ত একটা সফর শেষ হল, বিদায়বেলায় মন্তব্য শাস্ত্রীর

এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে উদ্যোগী হয়েছে সরকার। সাইকেল কারখানা গড়তে প্রস্তুতকারক সংস্থাগুলির থেকে আগ্রহপত্র চেয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম। আগ্রহপত্রের বিজ্ঞাপনে বলা হয়েছে, ৬ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে আগ্রহী সংস্থাগুলিকে আবেদন করতে হবে। নিগমের হাতে থাকা ল্যান্ড ব্যাঙ্ক থেকেই জমি বরাদ্দ করা হবে আগ্রহী সংস্থাকে। সরকারি প্রশাসন সূত্রে খবর, রাজ্যে সবুজসাথী প্রকল্পের জন্য নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দেবার প্রয়োজন পড়ছে প্রতি বছরই। আর তার জন্য বছরে প্রায় ১০ লক্ষ সাইকেল কিনতে হয় অন্য রাজ্য থেকে। প্রতি সাইকেলের দাম লাগে প্রায় ৩৪০০ টাকা করে। অর্থাৎ প্রতি বছরে প্রায় রাজ্য সরকারের ৩৪০ কোটি টাকা খরচ হয় শুধুমাত্র সাইকেল আমদানি করতে। তাই রাজ্যে যদি সাইকেল প্রস্তুতকারক কারখানা তৈরি হয়, সেক্ষেত্রে যেমন রাজ্যে শিল্প হবে, তেমনি নতুন করে কর্মসংস্থান পাবে রাজ্যবাসীরা। তা ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর, তিনি স্পষ্টই জানিয়েছেন এবার রাজ্য সরকার শিল্প তৈরির দিকে উদ্যোগ গ্রহণ করবে। আর তার জন্যই এই উদ্যোগ।

Latest article