জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য দফতর

নজরে কোভিড পরিকাঠামো

Must read

প্রতিবেদন : নিয়ন্ত্রণে থাকলেও করোনা নিয়ে সতর্ক নিয়ে রাজ্য প্রশাসন। গোটা বিশ্বেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবারই জেলা স্বাস্থ্যকর্তাদের নিয়ে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্যভবন (Covid-WB Health Department)। জানা গিয়েছে, এ রাজ্যের করোনা পরিস্থিতি আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে। তবুও কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য প্রশাসন। এই আবহে জেলাগুলির স্বাস্থ্য পরিকাঠামো কী অবস্থায় আছে, আর কী কী লাগবে তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। সংক্রমণ বাড়লে তা সামাল দিতে কতটা প্রস্তুত জেলার হাসপাতালগুলি তাও আরও একবার খুঁটিয়ে দেখে নিতে চায় স্বাস্থ্যভবন। হাসপাতালগুলিতে অক্সিজেনের জোগান পর্যাপ্ত আছে কি না, পিপিই কিট আছে কি না, কোথায় কত কোভিড (Covid-WB Health Department) বেড আছে তাও খতিয়ে দেখা হবে। ২৪ ঘণ্টা আগেই বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে রাজ্যগুলিতে অ্যাডভাইসরি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে অক্সিজেন জোগানের ওপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অক্সিজেনের জোগান ঠিক রাখতে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। শনিবার কেন্দ্রের সেই নির্দেশিকা পাওয়ার পর রাজ্য সরকার অবশ্য জানিয়ে দিয়েছে, সব জায়গায় অক্সিজেনের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, আমাদের অক্সিজেনের ব্যবস্থা ঠিকঠাকই রয়েছে। মকড্রিল করে তা দেখে নেওয়া হবে। সব রকমের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। সরকারি স্তরে ৩২ হাজার ২৬৮টি কোভিড বেডের মধ্যে প্রায় ৩০ হাজার বেডকে অক্সিজেনযুক্ত বেডে পরিণত করা হয়েছে। পাশাপাশি করোনা চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছেন স্বাস্থ্যকর্তারাও। বুস্টার ডোজ নিয়ে প্রশ্ন ওঠায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, কোনও ডোজ চুরি হয়নি। মেয়াদ শেষ হচ্ছিল তাই অন্য রাজ্যে পাঠান হয়েছে।

আরও পড়ুন-কুকথার প্রতিযোগিতায় রাম-বাম এখন ভাই-ভাই

Latest article