প্রতিবেদন : আগামী বুধবার থেকে রাজ্য বিধানসভার (WB Legislative Assembly- Session) স্বল্পকালীন অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে প্রথা মেনে সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠক এবং বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার জন্য সব দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এক সপ্তাহ ধরে চলা আসন্ন অধিবেশনে সরকার পক্ষের তরফে বেশ কয়েকটি বিল আনার প্রস্তাব করা হবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিকে নতুন কয়েকজন মন্ত্রীর অন্তর্ভুক্তি এবং কয়েকজনের বিদায়ের ফলে আসন্ন অধিবেশনের (WB Legislative Assembly- Session) আগে বিধানসভার আসন বিন্যাসেও বেশ কিছু রদবদল করা হয়েছে। জানা গিয়েছে, বিধানসভার ট্রেজারি বেঞ্চের বাঁদিকের প্রথম আসনে বসবেন মুখ্যমন্ত্রী। মাঝে বসতে পারেন অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, মলয় ঘটক। একেবারে ডান দিকের আসনে বসবেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই আসনটিতে (মুখ্যমন্ত্রীর পাশের আসন) বসার প্রস্তাব দিয়েছিলেন শোভনদেবকে। তবে বাইরে যাতায়াতের সুবিধার জন্য একেবারে ডান দিকের আসন নিতে চেয়েছেন তিনি। উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর বিধানসভায় অধিবেশন শুরু হবে। জানা গিয়েছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বিধানসভায় বিধায়ক ও কর্মীদের দেওয়া হবে বুস্টার ডোজ।
আরও পড়ুন-নতুন তৃণমূল কংগ্রেস কেমন হবে? ব্যাখ্যা দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়