সেমিস্টার পিছু ফি বেঁধে দিল সংসদ

Must read

প্রতিবেদন: সেমিস্টার-পিছু এক-একটা স্কুলে নেওয়া হচ্ছিল এক-এক রকম টাকা। এই অভিযোগ আসতেই এবার কড়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE_Fee)। প্রত্যেক সেমিস্টার-পিছু কত টাকা নিতে হবে তার নির্ধারিত পরিমাপ বেঁধে দিল সংসদ (WBCHSE_Fee)। প্রত্যেকটি স্কুলের মধ্যে সমতা আনতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। জেলায় জেলায় স্কুলগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশমতো ফি না নিলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তি (WBCHSE_Fee) দিয়ে জানানো হয়েছে, এখন প্রত্যেকটি স্কুলকে পরীক্ষা ফি বাবদ ৭০ টাকা নিতে হবে। এর বেশি টাকা নিলেই সেই স্কুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই টাকা বরাদ্দ খাতেই ব্যবহার করতে হবে।

আরও পড়ুন- বাংলায় কথা বলায় শ্রমিকদের মারধর, জয় শ্রীরাম বলতে জোর! ওড়িশায় বজরং দলের বিরুদ্ধে অভিযোগ

Latest article