ডব্লুবিসিএস ২০২৬ : আবেদন করা যাবে ১৮ নভেম্বর থেকে

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি।

Must read

প্রতিবেদন: প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ মাস নাগাদ এই পরীক্ষা হতে পারে। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর ডব্লুবিসিএস-এর প্রিলিমস পরীক্ষা হয়েছিল।

আরও পড়ুন-শহরের কোথায় কতটা ভূগর্ভস্থ জল খতিয়ে দেখতে সমীক্ষা করবে রাজ্য

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। ৯ ডিসেম্বর বিকেল ৩টে পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার ফি ওই দিনের মধ্যেই জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়ায় কিছু সংশোধন করার থাকলে ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তা করা যাবে। জেনারেল এবং ওবিসি ক্যাটিগরির আবেদনকারীদের ২১০ টাকা ফি জমা দিতে হবে। এরাজ্যের এসসি, এসটি এবং বিশেষভাবে সক্ষমদের কোনও ফি লাগবে না।

Latest article