মেয়াদ বাড়ল জয়েন্ট কাউন্সেলিংয়ে, শেষ তারিখ কবে?

Must read

সময়সীমা বাড়ল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৪ এর কাউন্সেলিংয়ের। জয়েন্টের কাউন্সেলিংয়ের জন্য ১০ জুলাই ছিল প্রার্থীদের রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের পেমেন্ট ও চয়েস ফাইলিংয়ের শেষ তারিখ। এই মেয়াদ আরও বাড়ানো হল। শেষ তারিখ ২১ জুলাই। প্রথম রাউন্ডের শেষে সিট অ্যালটমেন্টের ফলাফল ২৩ জুলাই ২০২৪। সিট অ্যাকসেপটেন্সের পেমেন্ট ফি জমা দিতে হবে ২৩ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে।

ফলে প্রতি ধাপেই সূচি পরিবর্তন হয়েছে। কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ৫ অগাস্ট। তা পিছিয়ে ১২ অগাস্ট হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, সাতদিনই নয়, শেষপর্যন্ত আরও পিছবে গোটা প্রক্রিয়া।

আরও পড়ুন- বিমানবন্দরে ২,২১৬টি লোডার পদের জন্য ২৫ হাজারের বেশি আবেদন জমা

এদিকে, আজ, বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং জলপাইগুড়ির ইনস্টিটিউট অব ফার্মেসির বি ফার্ম কোর্সে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষা দফতর থেকে ফার্মেসি কোর্সের আসন সংখ্যা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের কাছে সময়মতো না পৌঁছনোয়, ১০ জুলাই, অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়ার শুরু থেকে এতে আবেদন করা যাচ্ছিল না। অবশেষে তা পৌঁছনোয় আজ থেকে জয়েন্টের পোর্টালে ওই কোর্সের জন্য নিজেদের ‘চয়েস আনলক’ করতে পারবেন ইচ্ছুক পড়ুয়ারা।

Latest article