প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE Result 2024) পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার দুপুরে রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠকে জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের এবং প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করেন। তবে অনলাইনে রেজাল্ট দেখা যাবে বিকেল ৪টের পরেই। জয়েন্টের ফল প্রকাশের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তীর্ণদের অভিনন্দন জানান।
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE Result 2024) পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই। তোমাদের আগামী দিনগুলি আরো সাফল্যমন্ডিত হোক, তোমাদের ভালো কাজ দেশের মুখ আরো উজ্জ্বল করুক – এই প্রার্থনা করি। যারা কোনো কারণে আজ সফল হতে পারোনি, তাদের বলব তোমরা মন খারাপ কোরোনা। লক্ষ্য স্থির রেখে একমনে এগিয়ে চলো। আগামিদিনে তোমরাও নিশ্চিতভাবে সাফল্য পাবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।”
রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র, দ্বিতীয় কল্যানীর শুভ্রদীপ পাল, তিনি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের পড়ুয়া। তৃতীয় কৃষ্ণনগরের বিবস্বন বিশ্বাস, তিনি কৃষ্ণনগরের বিশাল মোরো স্কুলের ছাত্র। চতুর্থ স্থানে রয়েছেন শিলিগুড়ির ইরাদ্রি বাসু খান্দ, তিনি ডাবগ্রাম-ফুলবাড়ির দার্জিলিং পাবলিক স্কুলের পড়ুয়া। পঞ্চম নরেন্দ্রপুরের বাসিন্দা কলকাতার সাউথ হাইস্কুলের পডুয়া ময়ূখ চৌধুরী, ষষ্ঠ হয়েছেন হুগলির ত্রিবেণী টিসু বিদ্যাপীঠের পড়ুয়া ঋতম বন্দ্যোপাধ্যায়। সপ্তম আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের পড়ুয়া অভীক দাস। অষ্টম হয়েছেন রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অথর্ব সিংহানিয়া। নবম স্থান অধিকার করেছেন স্কটিশ চার্চ কলেজিয়েট হাইস্কুলের পড়ুয়া সৌনক কর এবং দশম স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের প্রতাপগড়ের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া বিজিত মইশ।
আরও পড়ুন- ৬৭ জন নিট পরীক্ষার্থীই পেয়েছেন ফুল মার্কস! শুরু বিতর্ক
উল্লেখযোগ্যভাবে এবার জয়েন্ট পরীক্ষার মেধাতালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে চারজন হলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। চলতি বছর পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ৭৯,০২৫ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৪,৪৬৭। উত্তীর্ণের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন।
গতবছরের থেকে এবছর বেড়েছে পাশের হার। জয়েন্টে পাশের হার বেড়ে দাঁড়াল ৯৯.৫৩ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। কিন্তু কবে থেকে এবারের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।