বিদ্যুৎ চুরি, হল জরিমানা

Must read

প্রতিবেদন : বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার করার অভিযোগে রাজ্য বিদ্যুৎ পর্ষদ (WBSEDCL) এখনও পর্যন্ত সারা রাজ্যে এক হাজার তিনশো ৩৯টি পুজো কমিটিকে জরিমানা করেছে। রাজ্য জুড়ে সংস্থার বিভিন্ন রিজিওনাল ও ডিভিশনাল অফিসগুলির পক্ষ থেকে ৬৯৯৯টি পুজো প্যান্ডেলে রুটিনমাফিক তল্লাশি চালানোর পরে ওই সংখ্যক পুজো কমিটিগুলিকে জরিমানা করা হয় বলে বিদ্যুৎ পর্ষদ (WBSEDCL) সূত্রের খবর। ৭ হাজার ৫শো ৪৪ কেভি বিদ্যুৎ অবৈধ ভাবে ব্যবহার করায় ২৩ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদিও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গত ২০২১-এ ১ হাজার ৭ শো ৯৬টি পুজো কমিটিকে ৩০ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে নিগম সূত্রে দাবি করা হয়েছে। ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর জন্য অতিরিক্ত চাহিদা-সহ বিদ্যুতের মোট চাহিদা দাঁড়ায় ৭ হাজার ১২০ মেগাওয়াট বলে পর্ষদ সূত্রের খবর।

আরও পড়ুন-দুর্গা আছেন জগৎ জুড়ে, পূজনে তাঁর জুড়েছে ভুবন

Latest article