আন্তর্জাতিক

দেশে লড়াই থাকলেও, বিদেশে আমরা ইন্ডিয়ান: মুখ্যমন্ত্রী

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

 

বার্সেলোনা: দেশে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই আছে, থাকবে। কিন্তু দেশের বাইরে আমরা সবাই ঐক্যবদ্ধ ইন্ডিয়ান। সেই কারণেই শিল্পসফরের কোনও অনুষ্ঠানে রাজনীতির কথা বলিনি। সোমবার সকালে বার্সেলোনায় শিল্পপতি ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এভাবেই নিজের অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন সকালে গত এক সপ্তাহের শিল্পসফর নিয়ে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, মাদ্রিদে দারুণ সাড়া পেয়েছি। লা লিগাকে আমরা কিশোর ভারতী স্টেডিয়াম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত। এক থেকে দেড়মাসের মধ্যে একটি টিম স্পেন থেকে কলকাতা যাবে। কিশোর ভারতীর অনেকটাই সেটআপ তৈরি আছে। বাকি যেটুকু দরকার, লা লিগার সঙ্গে আলোচনা করেই করা হবে।

সোমবার দুপুরে মুখ্যসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্থানীয় শিল্পপতি কমল মিত্তলের কারখানা দেখতে যায়। মিত্তলের সংস্থা রেলের লাইন তৈরি করে। বাংলায় লগ্নির বিষয়ে মিত্তল দারুণ আগ্রহ দেখিয়েছেন। শিলিগুড়িতে জার্মান টেকনোলজি নিয়ে কারখানা তৈরির বিষয়ে আলোচনা চলছে। নিশ্চিতভাবে বলা যায়, এই পদক্ষেপ একটি মাইলস্টোন হতে চলেছে। এদিকে এখানে দুপুরের পর থেকে বেশ কয়েকটি বৈঠক রয়েছে। আগামিকাল মূল শিল্প সম্মেলন। তার প্রস্তুতি চলছে পুরো দস্তুর।

আরও পড়ুন-বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে এবার তেলেঙ্গানায় কংগ্রেসের ‘মহালক্ষ্মী’ প্রকল্প

মাদ্রিদ থেকে বার্সেলোনা। প্রবাসী ভারতীয়দের আপ্যায়ন আর উৎসাহে আপ্লুত মুখ্যমন্ত্রী। বার্সেলোনায় রবিবারের অনুষ্ঠানের উদ্যোক্তা বাঙালিরা হলেও ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ এই অনুষ্ঠানে যেভাবে আগ্রহ দেখিয়েছেন, অংশ নিয়েছেন, তাতে বিস্মিত মুখ্যমন্ত্রী। অনেকেই বলেছেন, আপনার আসার অপেক্ষায় ছিলাম। স্পেনে এই প্রথম কোনও ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী এলেন। আপনার কাজের কথা অনেক শুনেছি। আপনি যে কন্যাশ্রীর জন্য বিশ্বখেতাব নিতে গিয়েছিলেন, তাতেও আমরা গর্ববোধ করেছি। বাংলা বদলে গিয়েছে এবং বাংলা এগোচ্ছে- এটা আমরা শুনেছি। আজ আপনাকে দেখে বুঝতে পারলাম।

এদিকে সোমবার সকালেই বার্সেলোনায় পৌঁছে গিয়েছেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। রয়েছেন মোহনবাগানের দেবাশিস দত্ত, মহামেডানের ইশতেয়াক আহমেদ রাজু, আইসিসি-র সুরচিতা বসু।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago