বেঙ্গালুরু: দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই যে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি টিম ইন্ডিয়া শুরু করে দিয়েছে, সেটা আরও একবার স্পষ্ট করে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রবিবার ম্যাচ ভেস্তে যাওয়ার পর পন্থের বক্তব্য, ‘‘এভাবে সিরিজ শেষ হওয়াটা হতাশাজনক। তবে এই সিরিজ থেকে অনেক ইতিবাচক দিক উঠে এসেছে। বিশেষ করে, প্রথম দু’টি ম্যাচ হারের পর গোটা দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে আমাদের চারিত্রিক দৃঢ়তা প্রমাণিত হয়েছে।” তিনি আরও বলেন, ‘‘আমরা দল নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করছি। বিভিন্ন ভাবে ম্যাচ জেতার চেষ্টা করছি। তাই কিছু ভুল-ত্রুটি হয়তো হচ্ছে। কিন্তু আমরা সঠিক পথেই এগোচ্ছি।”
আরও পড়ুন: শতজীবী এক সাংবাদিক
এদিকে, এই সিরিজে টানা পাঁচ ম্যাচে টস হেরেছেন পন্থ। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এই প্রথমবার পরপর এতগুলো টস হারালাম। এটা একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু এটা আমার হাতে নেই।” সোমবারই ইংল্যান্ড উড়ে যাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় ও শ্রেয়স আইয়ারের সঙ্গে। পন্থ (Rishabh Pant) বলছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টটা জিততে চাই। ব্যক্তিগত ভাবে আমার লক্ষ্য দলের স্বার্থে অবদান রাখা।”