বিশ্বকাপের জন্য এখনও তৈরি নই আমরা : গম্ভীর

Must read

মুম্বই, ১০ নভেম্বর : আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। টিম ইন্ডিয়ার সামনে যেমন টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতার সুযোগ। তেমন গৌতম গম্ভীরের (gautam gambhir) সামনেও দারুণ সুযোগ কোচ হিসেবে আরও একটা আইসিসি ট্রফি জেতার। যদিও গম্ভীরের দাবি, তাঁর দল বিশ্বকাপের জন্য এখনও পুরোপুরি তৈরি নয়।
সোমবার বিসিসিআই নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বিশ্বকাপের আগে দলকে তৈরি হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, বিশ্বকাপের জন্য আমরা এখনও পুরোপুরি তৈরি নই। আশা করছি, ক্রিকেটাররা ফিট থাকার গুরুত্ব কতটা সেটা বুঝবে। আমাদের হাতে আর মাত্র তিনটে মাস রয়েছে। তার মধ্যেই নিজেদের পুরোপুরি তৈরি করে ফেলতে হবে।
বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন খুঁজে নিতে দল নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন গম্ভীর। যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ সিরিজেও চোখে পড়েছে। এই প্রসঙ্গে গম্ভীরের বক্তব্য, ক্রিকেটাররা কতটা দক্ষ, সেটা দেখার সবথেকে সহজ উপায় ওদের সমুদ্রে ফেলে দেওয়া! শুভমন যখন টেস্ট অধিনায়ক হয়েছিল, তখন ওর সঙ্গেও এটা করা হয়েছিল। কঠিন পরিস্থিতিতেই একজন খেলোয়াড়ের সেরাটা বেরিয়ে আসে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি ভারতীয় সাজঘরের পরিবেশের প্রশংসা করে গম্ভীরের সংযোজন, আমাদের সাজঘরে কোনও লুকোছাপা নেই। এই সাজঘরের প্রত্যেকে খুব সৎ। আমরা তো এমনই একটা সাজঘর চেয়েছিলাম।
গম্ভীর (gautam gambhir) আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হারায় তিনি একেবারেই খুশি নন। রোহিত শর্মা ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। বিরাট কোহলিও তৃতীয় ম্যাচে অপরাজিত হাফ সেঞ্চুরি করেছিলেন। যদিও গম্ভীরের বক্তব্য, আমার কাছে ব্যক্তিগত পারফরম্যান্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দলের সাফল্য। ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি হই। কিন্তু শেষ পর্যন্ত আমরা সিরিজ হেরেছি। এটাই বাস্তব।

আরও পড়ুন-দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Latest article