বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভার মঞ্চ থেকে ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন তিনি। তিনি বলেন, “আজ একজন গরিব হকার তার জিনিস বিক্রি করতে গিয়েছে। তাকে ধরে মেরেছ। যারা গায়ে হাত দিয়েছে, সব ক’টাকে অ্যারেস্ট করেছি। এটা বাংলা, এটা ইউপি (উত্তরপ্রদেশ) নয়। এখানে তোমাদের হুকুম চলবে না, আদেশও চলবে না।”
আরও পড়ুন-”বিহার পারেনি, বাংলা পারবে” SIR নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন, “গীতাপাঠ তো আমরা সকলেই বাড়িতে করি। পাবলিক মিটিং করার কী দরকার? দুর্গাপুজো যখন হয়, তখন মিলেমিশে করি। আপনারা কে? যে ভেদাভেদ করছেন। আমি সবধর্মকে নিয়ে চলতে চাই। নতুন ধর্ম আমদানি করেছেন।”
আরও পড়ুন-ইন্ডিগো সঙ্কটের মাঝেই বাড়তি নজরদারি কলকাতা বিমানবন্দরে
প্রসঙ্গত, মঙ্গলবার মহম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল নামে ওই দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর রুজু করেছিল পুলিশ। এবার এই ঘটনার প্রেক্ষিতে বুধবার মধ্যরাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী নামের তিন ব্যক্তি। ধৃত সৌমিক গোলদার উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। এছাড়া হুগলির উত্তরপাড়ার তরুণ ভট্টাচার্য ও অশোকনগরের স্বর্ণেন্দু চক্রবর্তীও গ্রেফতার হয়েছে এই ঘটনায়। ভাইরাল ভিডিও দেখেই ৩ জনের খোঁজ পেয়েছে পুলিশ।

