লন্ডন, ৪ অগাস্ট : ঘুম থেকে উঠে গুগল থেকে রোনাল্ডোর ছবি-সহ স্ক্রিনশট নামিয়ে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। তাতে লেখা ছিল বিলিভ। এই বিশ্বাসটা রাখতে চেয়েছিলেন পঞ্চম দিন। বাকিটা ইতিহাস। ৫৪ বছর আগে এই ওভালে ৩৮ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ইংল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ এনে দিয়েছিলেন ভগবৎ চন্দ্রশেখর। সোমবার ৫ উইকেট নিয়ে একই কাজ করলেন সিরাজ। ভারত (India) সিরিজ না জিতলেও ওভালে জিতে সমতা ফিরিয়েছে।
আরও পড়ুন-সিরাজ-ম্যাজিকে অবিশ্বাস্য জয়
সিরাজ বলছিলেন, আমি খুব বেশি পরিকল্পনা করে মাঠে নামিনি। ঠিক করেছিলাম বাউন্ডারি হলে হোক, একটা জায়গায় বল করে যাব। আগের দিন বাউন্ডারির সামনে ব্রুকের ক্যাচ হাতছাড়া করেছিলেন। বল হাতে জমিয়েও তিনি লাইনের বাইরে চলে গিয়েছিলেন। এজন্য প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছে। ব্রুক তখন টি-২০ মুডে ব্যাট করছিলেন। শেষদিনে সব সমালোচনার জবাব দিলেন হায়দরাবাদের তরুণ। সিরাজ বলছিলেন, ওই ক্যাচটা নিতে পারলে হয়তো আজ আর মাঠে আসতেই হত না। সকালে যখন মাঠে নেমেছিলেন, তখন হাতে মোটে ৩৫ রান। ভেবেছিলেন এখান থেকে জেতা সম্ভব? সিরাজের জবাব, হ্যাঁ, জিতব বলে বিশ্বাস ছিল। জানতাম কিছু একটা ঠিক করব। সিরিজে সবথেকে বেশি উইকেট তাঁর। আর ওভালে নিলেন ৯ উইকেট। তারমধ্যে দ্বিতীয় ইনিংসে ফাইফার। ফলে প্রত্যাশিতভাবেই তিনি ম্যাচের সেরা হয়েছেন। সিরাজ অবশ্য কৃতিত্ব ভাগ করে নিলেন সতীর্থদের সঙ্গে। বলছিলেন, সফরের প্রথম দিন থেকে সবাই লড়েছে। বিশ্বাস করেছিলাম, আমরা পারব।
টেল এন্ডার হিসাবে নেমে সিরাজ কিন্তু লর্ডসে ব্যাট হাতেও অসাধারণ খেলেছিলেন। জাদেজার সঙ্গে মিলে লম্বা পার্টনারশিপ খেলেন। সেই ইনিংসে সিনিয়র পার্টনার হিসাবে জাদেজা শুধু তাঁকে তখন পরামর্শ দেননি, পাশাপাশি সিরাজকে মোটিভেশন জোগাতে এটাও বলেছিলেন যে, বাবার কথা ভাব। বাবার কথা মনে কর। এদিন খেলার শেষে ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে মাইক আথারটনকে এই তথ্য জানালেন সিরাজ। অনেকেই জানেন হায়দরাবাদের রাস্তায় অটো চালিয়ে ছেলেকে ক্রিকেটার বানিয়েছিলেন তাঁর বাবা। কিন্তু ছেলের আফসোস এইজন্য যে, বাবা তাঁর সাফল্য দেখে যেতে পারেননি।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…