লেখক ও তাঁর সৃষ্টিকে অবহেলা করতে পারব না আমরা : ব্রাত্য

Must read

প্রতিবেদন : প্রাতিষ্ঠানিক আখ্যানের ভারে দীর্ঘকাল ধরে চাপা পড়ে থাকা অতীতের এক আবেগঘন পুনরুদ্ধার। ভারত কেবল গান্ধীর সত্যাগ্রহের নৈতিক চাপের দ্বারা মুক্ত হয়নি বরং বিপ্লবী, বিদ্রোহী এবং সৈন্যদের নেতৃত্বে ক্রমবর্ধমান, সহিংস এবং শেষ পর্যন্ত বিঘ্নিত প্রতিরোধের দ্বারা মুক্ত হয়েছিল। এই রকম টুকরো টুকরো কোলাজেই মলাটবন্দি হয়েছে প্রখ্যাত বর্ষীয়ান সাংবাদিক প্রেম প্রকাশের বই ‘History that India ignored’। বুধবার এই বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya basu), কুণাল ঘোষ, অরিন্দম শীল। ব্রাত্য বসু বইয়ের নির্যাস উল্লেখ করে কৃতজ্ঞতা জানান লেখককে। তিনি যেভাবে ভারতের ইতিহাসকে নিজের লেখার মধ্যে দিয়ে তুলে ধরেছেন তাতে সাধুবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী (Bratya basu)। তাঁর কথায়, ভারত তার ইতিহাসকে অবহেলা করলেও আমরা কোনওভাবেই লেখককে এবং তাঁর সৃষ্টিকে অবহেলা করতে পারব না।

আরও পড়ুন-গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে মোহনবাগান

প্রেম প্রকাশ যেভাবে তাঁর লেখার মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে তুলে ধরেছেন তাতে লেখককে ধন্যবাদ জানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, অনেক স্বাধীনতা সংগ্রামীদের আমরা সম্মান জানালেও এমন অনেকে রয়েছেন যাঁরা প্রচারের আড়ালেই রয়ে গিয়েছেন। তাঁদের অবদানের কথা তুলে ধরে সম্মান দিয়েছেন প্রেম প্রকাশ। উল্লাসকর দত্তের মতো স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে প্রেম প্রকাশ যেভাবে তাঁর লেখায় চিত্রায়ণ করেছেন তাতে সাধুবাদ জানিয়েছেন কুণালবাবু। একইসঙ্গে লেখককে তিনি অনুরোধ করেছেন এই ধরনের পরবর্তী লেখা যদি তিনি লেখেন তাহলে তাতে যেন রানি শিরোমণির কথা উল্লেখ থাকে। আমরা সকলেই ঝাঁসির রানি লক্ষ্মী বাইয়ের অবদান সম্পর্কে জানি। কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে রানি শিরোমণির যে অবদান তা অনেকেরই অজানা। তাই এই স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে যাতে আপামর ভারতবাসী তথা বাঙালি পরিচিত হয় সেই উদ্দেশ্যে যেন তাঁর অবদান আলোচনা করেন লেখক।
এই বই আমাদের সম্মিলিত স্মৃতির স্থাপত্য পুনর্মূল্যায়ন করতে এবং যাঁরা স্বাধীনতার জন্য জীবন দান করেছেন কিন্তু পাঠ্যপুস্তকে কখনও স্থান পাননি, তাঁদের সম্মান জানায়।
এই বইয়ে এমন এক সময়ের ইতিহাস রয়েছে যা প্রায়ই নীরব থেকে যায়। স্বাধীনতার কিছু অস্বস্তিকর সত্য জানার জন্য, এই বইটি পড়া প্রয়োজন।

Latest article